মার্চ

পালিয়ে যাওয়ার পাসওয়ার্ড:সৌমেন দাস
বলছে কি মন পালিয়ে যাব
এই বাড়ি ঘর ফেলে,
আয় তবে আয় আমার কাছে
ইচ্ছে ডানা মেলে।
ইস্কুলের ওই ক্লাস রুমটা
হয় কি মনে খাঁচা!

আরও একবার(৩য় পর্ব): জিৎ সরকার
লক্ষীপুজোর দিন সায়কদের বাড়িতে সবার নিমন্ত্রণ। আভা আর অনুমিতা একটু আগেই এসেছে সায়কের মা কে সাহায্য করার জন্য, পুজোর জোগাড় শেষ হলে অনুমিতা নিজেই সায়কদের বাড়িটা ঘুরে দেখছিল, সায়কদের পৈতৃক ভিটে, সায়কের বাবার ঠাকুরদা বানিয়েছিলেন এটি, বেশ বড়ো। সায়কের বাবার ঠাকুরদা ছিলেন খাঁটি ব্যবসায়িক মানুষ, তিনি ব্যবসা করে বেশ দু-পয়সা কামান তার থেকেই এ বাড়ি আর বেশ কিছু জমিজমা করেন।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
জীবন যেমন: ধ্রুব বন্দ্যোপাধ্যায়
সম্বিত ফেরে ওপারের রানি রাসমণির সাধের দক্ষিণেশ্বরের আলো ফটাফট জ্বলে ওঠায়। আলো ও মন্দিরের প্রতিবিম্ব গঙ্গার জলে এ এক অভূতপূর্ব দৃশ্য। মা সারদা, রামকৃষ্ণ কে প্রণাম করে উঠতে যাব, হঠাৎ দেখি বির্সজন হওয়া ঠাকুরের একটি মুকুট ভেসে ভেসে আমার দিকেই আসছে। লোভ হল ওটাকে নেবার, জলে নামতে উদ্যত হতেই, পিছন থেকে চিৎকার। ” দাদা নামবেন না, চোরা বালি থাকতে পারে।”
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
উপহার: বরুণ মুখোপাধ্যায়
শীতের সকালটায় আজ বেশ কুয়াশা ছিল। এখনও ভালোভাবে রোদ ওঠেনি। তার সঙ্গে কনকনে ঠান্ডায় শীত বেশ জাঁকিয়ে বসেছে এখানে। পিছন দিক থেকে একটা অ্যাম্বুলেন্স জোর হুটার বাজিয়ে হুস করে পাশ কাটিয়ে চলে গেল, সঙ্গে পুলিশের একটা সাদা গাড়িও। ইউ-টার্ন নেওয়ার আগেই আবার বিপত্তি। পুলিশ চেকিং চলছে। এই এক সমস্যা, ভোটের আগে সবাই যেন একটু নড়েচড়ে বসে।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
কোসাকুডা দ্বীপের রহস্য (৬ষ্ঠ পর্ব): সুব্রত মজুমদার
নকল চুলদাড়ি আর প্রস্থেটিক মাস্ক খুলে ফেলে নেকড়ের মত দাঁত বের করে শাভেজ ওরফ রবার্ট বলল, “সত্য যখন জেনেই গিয়েছেন তখন লুকিয়ে লাভ কি। আমিই রবার্ট। আজ থেকে বছর দশেক আগে আমি এই দ্বীপে আসি একদল বৈজ্ঞানিকের সঙ্গে। আর এসেই একটা জাপানী চোরাকারবারি দলের হাতে বন্দি হই। চোরাকারবারি দলের নেতা হিরো ইয়াসুয়াকির নেকনজরে পড়ে যাই। আস্তে আস্তে হয়ে উঠি এখনকার সর্বেসর্বা।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সম্পাদকীয় – মার্চ ২০২১
নবতরু ই-পত্রিকা যে সময়ে শুরু করার চিন্তাভাবনা করা হয়েছিল সেটা ছিল একটা দুঃসময়। সকলেই ছিলাম গৃহবন্দি। কোনও অনুষ্ঠান করা তো দূরের কথা বাড়ির বাইরে পর্যন্ত যাওয়া তখন নিষিদ্ধ ছিল।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
শুভেচ্ছাবার্তা – অসিকার রহমান
বোলপুর শান্তিনিকেতন থেকে তরুণ কবি বরুণ মুখোপাধ্যায়ের সম্পাদনায় ‘ নবতরু’ নামে সুন্দর একটি ই-পত্রিকা প্রকাশিত হয়েছে জেনে খুব ভালো লাগছে। এই ‘ নবতরু ‘ সাহিত্যাকাশে মহীরুহ হয়ে উঠুক ।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
করোনাভাইরাস সংক্রমণ: প্রতিষেধক ওষুধ ও ভ্যাকসিন(১ম পর্ব):- ড. সমীরণ মণ্ডল
করোনাভাইরাস সংক্রমণ প্রধানত চারটি পর্যায়ে হয়ে থাকে। প্রথম পর্যায়ে বিদেশ থেকে আগত রোগীর মাধ্যমে (Imported Cases), দ্বিতীয় পর্যায়ে আঞ্চলিক সংক্রমণ (Local Transmission) অর্থাৎ বিদেশ থেকে আগত রোগীর সান্নিধ্যে এসে, তৃতীয় পর্যায়ে পারস্পরিক সম্প্রদায়ের মধ্যে সংক্রমণ (Community Transmission) যেখানে কীভাবে বা কোথা থেকে সংক্রমণ হয়েছিল তা নিশ্চিত নয় এবং এই পর্যায়ের সংক্রমণ অনেক দ্রুত, অনেক বড় এলাকা জুড়ে হয়, চতুর্থ পর্যায় মহামারী (Epidemic), সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে, একবার শুরু হলে কিভাবে রোধ করা যায় তা বলা অসম্ভব।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
সোমাদির রান্নাবান্না (৫ম পর্ব): সোমা চট্টোপাধ্যায়
একটু অন্য রকম চিকেনের প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আমার বাড়ির সকলের খুব পছন্দের। আশা করছি আপনাদের ও ভালো লাগবে। যারা এইধরণের শাক, পাতা খায় না তাদেরকে চুপি চুপি খাইয়েও দেওয়া হবে। অবশ্যই ট্রাই করবেন।
বিশদে পড়তে এখানে ক্লিক করুন
আঙুল ছুঁয়ে থাকি: অমিতাভ চক্রবর্তী
তোমার আঙুল ছুঁয়ে হাঁটছি বহুকাল—
তবু তোমায় ছুঁইনি কেন মনে হয়?
নিরাময়ের বিশল্যকরণী,
সে তো তোমারি হাতে।