Recent Post

এবার শারদীয়ায়

এবার শারদীয়ায় – জিৎ সরকার

image@nabataru.com
image from pixabay
বিষময় অতিমারি, মৃত্যুমিছিল, লকডাউন আমার শহর
স্তব্ধ দিন আর কাঁদছে রাত্রি, শঙ্কায় গুনছে প্রহর।
বদ্ধজীবন শরীর দূরে, খুঁজছে মুক্তি ভাষা,
ছাদের বাগান, টুকরো আকাশ, নতুন আলোর আশা।

শরৎ পালায় তবুও শুনি কাশফুলের ঐক্যতান
বেওয়ারিশ লাশ-ঘরে এ কোন আগমনীর গান।
দেবীপক্ষে আসছেন মা শক্তিরূপী তিলোত্তমা রূপে-
তাঁকে কী তিলোত্তমা ফেরাবে স্নিগ্ধ স্বরূপে?

এবার বোধনে হয়তো ঘুচে যাবে মন্দ, রয়ে যাবে ভালো
নতুন দীপ্তেশ হয়তো বা ছড়াবে রোগমুক্ত আলো।
হয়তো এবার জমবে না ঠিক চা-আড্ডা অষ্টমীতে,
থাকুক জমে কিছু কথা না হয় বলা যাবে আগামীতে।

যাদের জোটেনি দুমুঠো দুবেলা, ভাগ্যে শুধুই ধিক্কার-
অন্নভোগ শ্বাশত হোক তাদের, সন্ধিপূজোয় এই অঙ্গীকার।
সারাদিনের প্যান্ডেল হপিং-এ সাবধানতা হাজার,
এই পূজোর ফ্যাশানে নতুন সঙ্গী,মাস্ক-স্যানিটাইজার।

এ বছর হয়তো ভিড় হালকা, বিসর্জনের ঘাটে-
নমস্কারেই হবে বিদায়, আগামীর বোধন মনচৌকাঠে।
শরীরী দূরত্ব বেড়েছে জানি, সেটাও বা কতক্ষন...
এবার শুধুই থাকুক না হয়, মনের কাছে মন।

থাকুক বাধা, আনন্দে নেই কমতি, সতর্ক মনদরদিয়া,
বন্ধু, একটু অন্যরকম হোক না এবার শুভশারদীয়া।

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দখিনা বাতাস: বিবেক পাল
কবিতা / ছড়া

দখিনা বাতাস: বিবেক পাল

    গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
    পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
    খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
    অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

      স্বার্থের খেলায় অন্ধ সুজন,
      হারিয়েছে আজ সব প্রয়োজন।
      সময় স্রোতে ভাসে মৃত মন,

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

        আজ প্রহর শান্ত, রাত মধ্যম
        নিবিড় বর্ষায় আভাসে
        সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন