হয়তো তোমারই জন্য হেঁটে চলি
পৃথিবীর এ মেরু থেকে সে মেরু
পথে থাকে হাজার মনিমুক্তা, পরশ পাথর,
আবার পরক্ষণেই হারিয়ে ফেলি।
মাঝরাতে ঘুম ভেঙে গুনি—
এক, দুই, তিন, চার নক্ষত্র পূর্ব থেকে পশ্চিমে,
পরক্ষণেই হিসাব হয় গরমিল।
বহু ক্রোশ পথে ক্লান্ত শরীর নিয়ে এ পথ থেকে সে পথ,
পরক্ষণেই পথ হারিয়ে ফেলি।
সকাল সাতটা, দুপুর তিনটে তিরিশ,
সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সারা রাত
খাতা কলম নিয়ে ছবি আঁকি,
পরক্ষণেই বৃষ্টি সব ভিজিয়ে দেয়।
হয়তো তোমারই জন্য, শুধু তোমারই জন্য
অপেক্ষা জন্ম থেকে জন্মান্তর,
মনের অন্তরালে মাঝরাতে সূর্যোদয়
পরক্ষণেই বসন্তের পাতা ঝরে পড়ে।
মইদুল ইসলাম ১৯৮৩ সালে তাঁর মাতুলালয়ে অর্থাৎ বীরভূম জেলার দুবরাজপুর থানার ঝিরুল গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর নিজ গ্রামে আকোনা প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করে ঘুরিষা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হন। ইলামবাজার উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ইংরাজী ও ভূগোল দুটি বিষয়ে পৃথকভাবে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষক হিসাবে মইদুল ইসলাম বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি তাঁর শখ কবিতা লেখা এবং অবসর সময়ে মাছ ধরা। এছাড়াও নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখেন।
সাহিত্যিক মইদুল ইসলামের কবিতা লেখার সূচনা হয় কলেজে পড়ার সময় থেকেই, তখন থেকেই বেশ কিছু ছোটগল্পও লিখে ফেলেছেন যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি এই নবতরু ই-পত্রিকার একজন নিয়মিত লেখক।
খুব সুন্দর… আরও লেখা পড়ার ইচ্ছা রইলো