তরুণ সাহিত্যিক তথা গল্পকার সুব্রত মজুমদার বীরভূম জেলার চন্দ্রপুরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। সেখানেই প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। এরপর ডেউচা গৌরাঙ্গিনী উচ্চবিদ্যালয় ও পরবর্তীকালে সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ ও সিউড়ি বিদ্যাসাগর কলেজে স্নাতক স্তরের শিক্ষালাভ করেন।
পেশায় শিক্ষক শ্রীমজুমদার বর্তমানে বীরভূম জেলার মল্লারপুরে বসবাস করেন।
লেখালেখি ছাড়াও ভালোবাসেন বই পড়তে; উদ্যানচর্চাতেও বিশেষ আগ্রহ আছে তাঁর।
কবিতার মাধ্যমে তাঁর লেখালেখি শুরু হয়। একটা ওয়েবম্যাগাজিনে 'বিক্রম গোয়েন্দা'র কাহিনি প্রথম স্বরচিত গল্প। এরপর 'বগলা ভটচাযের গল্প', বিক্রম গোয়েন্দার মতো সিরিজ় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়।
তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল— বগলা ভটচাযের গল্প(২০১৯)
বগলা উবাচ, প্রথম খণ্ড(২০১৯)
বগলা উবাচ, দ্বিতীয় খণ্ড(২০২০)
জলতরঙ্গ(২০২০)