Recent Post

হিসাব: সুব্রত মজুমদার

হিসাব: সুব্রত মজুমদার
হিসাব: সুব্রত মজুমদার

হিসাব: সুব্রত মজুমদার

বুভুক্ষু অন্ধকারে ঢেকেছে হৃদয়, 
প্রেমের সে শতদলে অলিদের নাই অধিকার— 
ক্ষুধাতুর কীট শুধু কীট। 
সমাজের শ্যামল ছায়ায় বেড়েছিল যে পর্ণকুঠি
সে আজ অট্টালিকা হয়ে মাথা তোলে, 
ধ্যানস্থ ঋষির দল চাপা পড়ে কংক্রিটের তলে, 
মুছে যায় শান্তিনিকেতন। 
তৃষ্ণার জলেও তো বিষ, তাও মেলে তোলা-মাষা-সেরে;
সম্পর্কের মূল্যগুলো কমে অনুপাতে। 
ভেবেছিলে বিপন্ন শুধুই তারা 
যারা ক্ষতবিক্ষত তোমার ধারালো ওই লালসা নখরে, 
গাছপালা পশুপাখি অবলা সে জীবজন্তু কত। 
কিন্তু বন্ধু, তুমিও কি নিরাপদে আছ?
থাকবে কি ভালো তোমার গড়া মরুভূমি মাঝে? 
পিঠে অক্সিজেনের বোতল, চোখের সামনে সভ্যতার কঙ্কালের সারি, 
চোখে স্বপ্ন আরেক পৃথিবীর, সে পৃথিবী তোমার অপেক্ষায়। 
সেখানে অপেক্ষা করে আরও ধূর্ত কেউ। 
তাদের তীক্ষ্ণ নখ তোমার অপেক্ষায়, 
অপেক্ষা শুধু হিসাব বোঝানোর।

Author

  • সুব্রত মজুমদার

    তরুণ সাহিত্যিক তথা গল্পকার সুব্রত মজুমদার বীরভূম জেলার চন্দ্রপুরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। সেখানেই প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। এরপর ডেউচা গৌরাঙ্গিনী উচ্চবিদ্যালয় ও পরবর্তীকালে সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ ও সিউড়ি বিদ্যাসাগর কলেজে স্নাতক স্তরের শিক্ষালাভ করেন। পেশায় শিক্ষক শ্রীমজুমদার বর্তমানে বীরভূম জেলার মল্লারপুরে বসবাস করেন। লেখালেখি ছাড়াও ভালোবাসেন বই পড়তে; উদ্যানচর্চাতেও বিশেষ আগ্রহ আছে তাঁর। কবিতার মাধ্যমে তাঁর লেখালেখি শুরু হয়। একটা ওয়েবম্যাগাজিনে 'বিক্রম গোয়েন্দা'র কাহিনি প্রথম স্বরচিত গল্প। এরপর 'বগলা ভটচাযের গল্প', বিক্রম গোয়েন্দার মতো সিরিজ় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়। তাঁর প্রকাশিত গ্রন্থগুলি হল— বগলা ভটচাযের গল্প(২০১৯) বগলা উবাচ, প্রথম খণ্ড(২০১৯) বগলা উবাচ, দ্বিতীয় খণ্ড(২০২০) জলতরঙ্গ(২০২০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন