সরসরিয়ে শুকনো পাতা চলল উড়ে দূরে
কোকিলটা আজ উঠল ডেকে বসন্তেরই সুরে।
বলল এসো হে বসন্ত, এসো হে ঋতুর রাজা
শীতের শেষে দখিন হাওয়ায় শরীর করো তাজা।
গাছের ডালে উঠল জেগে সবুজ কচি পাতা
যেন তারা ফের খুলেছে তাদের সবুজ খাতা।
শিমুল, পলাশ, মহুয়া ফুলে ছেয়ে গেল গাছ
শুরু হল ডালে ডালে প্রজাপতির নাচ।
আগুন-রঙা ফুলগুলো সব মাটির পরে ঝরে
মেয়েরা সব কুড়ায় তাদের আঁচল ভরে ভরে।
আবির এসে ধুয়ে দিল ধুলোমাখা বেশ
দোল উৎসব পেরিয়ে গেলেও বসন্ত নয় শেষ।
দোল আসে আর দোল চলে যায়, রঙগুলো যায় রেখে
সারা বছর আমরা মাতি সেই রঙটাই মেখে।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
বসন্ত এল দ্বারে।খুব ভাল।
ধন্যবাদ।
ধন্যবাদ