
হারানো সেদিন: দীপ্তেশ চট্টোপাধ্যায়
আজও সেই স্মৃতিকথার প্রাঙ্গণে হাজির হই, আবেগঘন অশ্রুতে সিক্ত হয় বিনিদ্র রজনী, মনকিনারায় তোমার গল্পকথার খেয়া এসে ভেড়ে— এঁকে যাই প্রতিচ্ছবি কল্পনার আঙ্গিকে। তোমার কি মনে পড়ে? যেদিন সুরঝংকারে ধ্বনিত হয়েছিল তোমার কণ্ঠ, সুরেলা সন্ধ্যা রচনা করেছিল এক ছান্দিক স্বরলিপির। সত্যিই কি হারিয়ে গেছ তুমি? তবে যে ঝুলবারান্দায় রোদ্দুর হয়ে হাস। মৃদুমন্দ বাতাসে হৃদয়বীণায় মধুর সুর সঞ্চার কর। শ্যামল কাননে ছড়িয়ে দাও রঙিন ফুলের সৌরভ! তাই তোমায় সযত্নে আগলে রাখি প্রতিটি হৃদস্পন্দনে। চেয়ে দেখি গোপনে, স্মৃতির রোমন্থনে।।
খুব ভালো ভাই।লেখার আঙ্গিক টা ভালো লাগলো। কলম এভাবেই চলতে থাকুক।