অনেকটা পথ এগিয়ে এসেছি, অনেকটাই
তাইতো পিছোতে ইচ্ছে করেনা একটুও।
অথচ স্মৃতিটা এমন ত্যাঁদর টানটা দেবেই
পিছনে তাকাতে বাধ্য করবে, খড়কুটোও।
ফেলে আসা পথে যত খড়কুটো সবটাতেই
স্মৃতি আলো দিয়ে রাঙিয়ে রেখেছে খুবসুরত
ভাঙাচোরা যত কষ্টের সারি কোথাও নেই
স্মৃতি শুধু সুখ দুঃখ নেইকো এক বিঘৎ।
বর্তমানের খেলাঘর জুড়ে স্মৃতির ভূত
তুলনার খেলা খেলার জন্যে ঠিক হাজির
মিলিয়ে মিশিয়ে যেই পেয়ে যাবে একটু খুঁত
মনের গোপনে দান ধরে দেবে ঠিক বাজির।
এসবের সব মিলিয়ে মিশিয়ে এই জীবন
সময়ের সাথে পায়ে পায়ে হাঁটে চলার পথ
তবুও সাজানো গোছানো রেখেছি এই ভুবন
স্মৃতির চাদর গায়ে দিয়ে ছোটে মানস রথ।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।