Recent Post

স্বাধীনতা পেতে: জাসমিনা খাতুন

স্বাধীনতা পেতে: জাসমিনা খাতুন
স্বাধীনতা পেতে: জাসমিনা খাতুন
যে ইতিহাস ঘুমিয়ে আছে দুর্নিবার ছাঁচে
যেন চাপা পড়া কঙ্কালের স্তুপ
আলো আঁধারির গোপন গর্ভ আজও ক্লীব গন্ধ মাখে ।


সেই সংবেদী স্তুপগুলো
আজও উঁকি দেয়
চিরে ফেলে সভ্যতার ধ্বংসাবশেষ ।


অনন্তকাল শুয়ে শুয়ে
ওদের মেরুদণ্ডে আজ জমেছে মরিচা
তবু আমি আজও বৃদ্ধাশ্রম খুঁজি
পর্বতে পর্বতে
খুঁজি পাথরের খাঁজে ।


জীবাশ্মগুলো জীবন খোঁজে
মধুর আত্মাহুতির অভিমান গুটিয়ে।


ইতিহাসের গভীরে লুকানো
আজও রহস্যের নিংড়ানো রস
কবির কলমের কালি হয় স্বাধীনতা পেতে ।

Author

  • জাসমিনা খাতুন

    বীরভূম জেলার রামপুরহাট নিকটবর্তী হাজারপুর গ্রামে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন লেখিকা ও কবি জাসমিনা খাতুন। গ্রামেই জন্ম ও গ্রামেই তাঁর বড়ো হয়ে ওঠা। গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও পরবর্তীতে উজিরপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ করে ভর্তি হয়েছিলেন কলেজে। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। কলেজ জীবনে অনেক পত্র-পত্রিকার সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। এখনও পর্যন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা। কবিতাই তাঁর প্রিয় বিষয়। কবি জাসমিনার কাছে তাই কবিতা মানে নেশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
কবিতা / ছড়া

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

    বারবার আমিও ফিরে আসি
    পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
    দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

      শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
      শৈশব মাখা স্মৃতিতে।
      ভাবনার মেঘে রংধনু আঁকা
      বকের পাখায় লাগে তাই
      ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

        থমকে দাঁড়িয়ে আছি
        ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন