বীরভূম জেলার রামপুরহাট নিকটবর্তী হাজারপুর গ্রামে ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন লেখিকা ও কবি জাসমিনা খাতুন। গ্রামেই জন্ম ও গ্রামেই তাঁর বড়ো হয়ে ওঠা। গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও পরবর্তীতে উজিরপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা সম্পূর্ণ করে ভর্তি হয়েছিলেন কলেজে। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। কলেজ জীবনে অনেক পত্র-পত্রিকার সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। এখনও পর্যন্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা। কবিতাই তাঁর প্রিয় বিষয়। কবি জাসমিনার কাছে তাই কবিতা মানে নেশা।