Recent Post

স্বাধীনতা:নীতু বেরা

স্বাধীনতা:নীতু বেরা

স্বাধীনতার ধ্বজা হাতে প্রভাতফেরির রব, 
বীর শহীদের রক্তে রাঙা সোঁদা মাটির স্তব। 
গোলা-বারুদ, রক্তের দাগ প্রকাশ্য রাস্তায়, 
সন্তান শোক মায়ের আঁচল শূন্য-অসহায়। 

দেশনায়কেরা ঝরায় রক্ত, ব্রিটিশদের সব রুখে, 
শিকল বাঁধা পদযুগল দেশমায়েরই দেখে। 
চোখরাঙানি, বুটের আওয়াজ ধরায় কাঁপন বুকে, 
হয়েছে দেশ স্বাধীন ঠিকই বহিঃশত্রুর থেকে। 
আকাশ বাতাস কাঁপছে থরে স্বাধীনতার গানে, 
"স্বাধীন সকল মা-বোনেরা?"-প্রশ্ন জাগে মনে। 

সাম্য-ঐক্য, ন্যায়-নীতির লেশটুকু নাই আজ, 
রাজনীতির চক্রব্যূহে বলি জনসমাজ। 
ঋষি মণীষীদের বিচরণভূমে চলছে দলাদলি, 
এ হেন স্বাধীনতার তরে কত প্রান গেল বলি! 
ভারত আমার দেশমাতা গো, আমরা ভারতবাসী, 
স্বাধীনতা দিন এলেই যেন উচ্ছ্বাসে সব ভাসি। 

Author

  • নীতু বেরা

    বর্তমান সময়ে যাঁরা পরিণত লেখনীর মাধ্যমে পাঠক হৃদয় সহজেই জয় করে ফেলেছেন তাঁদের মধ্যে অবশ্যই নীতু বেরা একজন। পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকের বাড়িতে বড়ো হয়ে ওঠা লেখিকা নীতু বেরা শৈশবেই বাবাকে হারান। স্কুলজীবন অতিবাহিত হয় হস্টেলে। পড়াশোনার কারনে বাড়িতে থাকার সুযোগ খুব বেশি একটা ছিল না তাঁর। বর্তমানে কর্মসূত্রে তিনি ঝাড়গ্রামে থাকেন। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ও পরবর্তীতে বি.এড. উত্তীর্ণা নীতুদেবী বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। অবসর সময়ে লেখালেখি করেন, এছাড়া বেড়ানো, নানান সেবামূলক কাজের মধ্য দিয়ে সময় কাটাতেও বেশ পছন্দ করেন তিনি। তাঁর কথায়, "আমি অনেকদিন থেকেই লেখালেখি করতাম, তবে সেই লেখা ডাইরির মধ্যেই সীমাবদ্ধ থাকত। এখন সোস্যাল সাইটের আনুকূল্যে তা অনায়াসেই সকলের সামনে মেলে ধরতে পারি"। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, লেখিকা নীতু বেরা তাঁর লেখার নিজস্বতার কারণে ইতিমধ্যেই নবতরু ই-পত্রিকার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে গেছেন।

One thought on “স্বাধীনতা:নীতু বেরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

    শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
    শৈশব মাখা স্মৃতিতে।
    ভাবনার মেঘে রংধনু আঁকা
    বকের পাখায় লাগে তাই
    ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
    কবিতা / ছড়া

    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

      থমকে দাঁড়িয়ে আছি
      ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      দখিনা বাতাস: বিবেক পাল
      কবিতা / ছড়া

      দখিনা বাতাস: বিবেক পাল

        গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
        পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
        খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
        অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন