কিছু কিছু স্বপ্ন দোলা দিয়ে যায়
কিছু তার রাখা থাকে মন জানলায়
উঁকি দিয়ে ছুঁয়ে দেখা আজবনগর
কখন যে ভেঙে যায় স্বপ্ন শহর
গুটি গুটি পায়ে ছুটি সাজাতে সেহরা
দেখি সব ঠিক আছে, আবছা চেহারা
এত আলো তবু দেখি অপার আঁধার
গাঢ় ঘন তমসার অকূল পাথার
উৎসব আলো তার কালো রঙ ঢাকে
কখন যে চুপিসারে ডাকে আমাকে
বলিরেখা ঢাকা মুখ হাতড়ে সময়
মাধুকরী ঝুলি খুলে দ্যাখে সঞ্চয়
এই তো আমার সেই স্বপ্ন তিজোরি
প্রজাপতি হয়ে আমি এখানেই উড়ি।
লেখিকা তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী ১৯৭০ সালে খড়্গপুর শহরে জন্মগ্রহণ করেন। বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ লেখিকা সাংসারিক কাজের ফাঁকেই লেখালেখির চর্চা করে যান। তাঁর ভালোলাগার বিষয়—বই পড়া, গল্প করা আর বেড়ানো।
তাঁর লেখার অভ্যাস স্কুল জীবন থেকেই শুরু হয়। গল্প, কবিতা লিখতে ভালো লাগে তাঁর। বহু পত্রিকাতে লেখা প্রকাশিত হয়ে চলেছে নিয়মিতভাবে। ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয় এমনই এক লেখা। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাঁর নিজস্ব সংকলন প্রকাশ পায় ২০১৯ সালে। এই সংকলনটি রাজভবন থেকে স্বয়ং রাজ্যপালের দ্বারা উন্মোচিত হয়।
ছন্দে ছন্দে,ভাল লাগা কবিতায় কবিতায়।