Recent Post

স্বপ্ন উড়ান(৩য় পর্ব, ইউরোপ ভ্রমণ,প্যারিস): তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী

(আগের পর্বটি পড়ুন)

শেন নদীর দুপারে ২০টি জেলা এবং জনবসতি নিয়ে অবস্থিত প্যারিস। ছবির মতোই সুন্দর প্যারিস। ক্রিস্টাল-ক্লিয়ার নীল জল আর আকাশ। পল্যুশন শব্দটা ভুলেই গেছি। ক্রুজ থেকে নেমে বাসে তারপর সেখান থেকে হোটেলে উঠে ফ্রেশ হয়ে বেরোলাম। প্যারিস, ফ্রান্সের রাজধানী আর তার ধূলিকণায় লেখা নেপোলিয়নের বিজয়গাথা। প্রথমেই যা দেখে স্তম্ভিত হলাম, তা জয়ের স্মারক আর্ক দ্য ট্রায়াম্ফ। ঝকঝকে তকতকে পিচ রাস্তার মাঝখানে সুদৃশ্য মনুমেন্ট। বিজয় দম্ভ। বিকেল গড়িয়ে সন্ধ্যা। আরও কিছু জায়গা ঘুরে সটান পৌঁছে গেলাম আইফেল টাওয়ার। রাতের আলোকসজ্জার নানা রঙের আলোর বিচ্ছুরণে আইফেল এর রূপ দেখে মোহিত হয়েছি বললে কম বলা। এ সৌন্দর্য বর্নণাতীত। মুগ্ধ হয়ে দেখতে দেখতেই দেখি কত ছোট ছোট নাচের ট্রুপ নানা ভঙ্গিতে দল বেঁধে পারফর্ম করছে। কাকে ছেড়ে কাকে দেখি! কিছুক্ষণের জন্য ভুলেই গেছিলাম যে আমি ভারতের বাইরে। আইআইটি-র ওপেন এয়ার থিয়েটারে এসেছি মনে হচ্ছিল। সময় বাঁধা তাই ঝাঁকের কৈ আবার ঝাঁকেই ফিরে উঠলাম বাসে। রাতের প্যারিস দেখছি তখন। হঠাৎই ট্যুর ম্যানেজার বললো,  “have a look, Notre Dame গির্জা।” 

চেঁচিয়ে উঠে বলি, “সে কি! নামব না? সেই স্কুলের বইয়ে পড়া hunchback of Notre Dame,  আমি এখন সেই জায়গায়, একটু সময়ের জন্য নামতে দিন।”

কিন্তু তার কড়া আদেশ নামা যাবে না only because এটা panoramic tour এর মধ্যে। কিন্তু বাসটা বার দুই প্রদক্ষিণ করেছিল গির্জাকে। একটা অদ্ভুত শিহরণ অনুভব করেছিলাম সেদিন। পরে যখন Notre Dame গির্জা আগুনে ভস্মীভূত হয় তখন দুঃখ পেয়েছি আরও বেশি। আর দেখা হবে না কখনও।

ডিনার সেরে পৌঁছে গেলাম ঝাঁ চকচক হোটেল। রাতে বিশ্রাম নিয়ে কাল আবার দেখব প্যারিস দিনে।

Author

  • তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী:

    লেখিকা তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী ১৯৭০ সালে খড়্গপুর শহরে জন্মগ্রহণ করেন। বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ লেখিকা সাংসারিক কাজের ফাঁকেই লেখালেখির চর্চা করে যান। তাঁর ভালোলাগার বিষয়—বই পড়া, গল্প করা আর বেড়ানো। তাঁর লেখার অভ্যাস স্কুল জীবন থেকেই শুরু হয়। গল্প, কবিতা লিখতে ভালো লাগে তাঁর। বহু পত্রিকাতে লেখা প্রকাশিত হয়ে চলেছে নিয়মিতভাবে। ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয় এমনই এক লেখা। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাঁর নিজস্ব সংকলন প্রকাশ পায় ২০১৯ সালে। এই সংকলনটি রাজভবন থেকে স্বয়ং রাজ্যপালের দ্বারা উন্মোচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভ্রমণ কাহিনি

স্বপ্ন উড়ান(২য় পর্ব:লন্ডন ভ্রমণের দ্বিতীয় দিন): তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী

    গুড বাই লন্ডন বলে সবাই রওনা দিলাম। যাত্রাপথের নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখতে। ইউকে’র ভিসা আলাদা। পুরো ইউরোপের সেনজেন ভিসা। এবার আবার লাইনে দাঁড়াতে হল। যে ভিসা নিয়ে ইউকে ঢুকেছি তা চলবে না। এক লম্বা লাইনে অনেকটা সময় পেরিয়ে গেল ছাড়া পেতে। ক্রুজে ইংলিশ চ্যানেল পেরিয়ে ঢুকব প্যারিস।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ভ্রমণ কাহিনি

    স্বপ্ন উড়ান(কলকাতা-দুবাই-হিথরো): তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী

      স্বপ্নের জাল বোনা শুরু হয়েছিল কয়েকমাস আগেই। নির্ধারিত দিনে পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। অন্তর্দেশীয় উড়ানে বহুবার সফর করেছি কিন্তু দেশের বাইরে দ্বিতীয় বার। এবার দুবাই হয়ে লন্ডন।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      নবতরু-ই-পত্রিকা
      ভ্রমণ কাহিনি অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

      গজলডোবা ভ্রমণ: মিঠু ঘোষ

        উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরের পাশেই রয়েছে গজলডোবা। কলকাতা থেকে যারা আসবেন তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে মাত্র ৩৫কিমি পথ চলে আসবেন সুন্দর গজলডোবা ভ্রমণ উপভোগ করতে।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন