Recent Post

স্পর্শ: শুভজিত রায়

স্পর্শ: শুভজিত রায়

স্পর্শ: শুভজিত রায়

জীবন পথের সন্ধানে 
বৈচিত্র্যের গতিশীলতা 
আজ অস্তমিত;
নবকলেবরে ধাবমান
অদৃশ্য তমসা—
সমাজ গঠনের ভঙ্গুর
অস্তিত্ব রক্ষার এক লড়াইয়ের করাল  
আগ্রাসন ইঙ্গিত দেয়
মেরুদণ্ড বিক্রিত হয়ে 
অবক্ষয়ের তলানিতে,
তবুও নিরাশার অন্দরমহলে অনুভূত
হয় নবজীবনরূপী 
প্রাণ স্পন্দনের
আলতো স্পর্শ।। 

Author

  • শুভজিত রায়

    কবি ও লেখক শুভজিত রায় ১৯৭৩ সালে দুর্গাপুর শিল্পাঞ্চলে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করে ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক হন ১৯৯৩ সালে। লেখার প্রতি আগ্রহ থাকায় পেশাগত ব্যস্ততার মাঝেও চলে সাহিত্যেচর্চা। তাঁর প্রথম গল্প 'দাওয়াই' প্রকাশিত হয় ২০০১ সালে। বিভিন্ন পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়। সংস্কৃতির প্রতি একান্ত অনুরক্ত এই ব্যক্তি সঙ্গীত চর্চা ও গ্রুপ থিয়েটারেও অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি একটি ষান্মাসিক পত্রিকা প্রকাশিত করে চলেছেন। সমাজের অবক্ষয়ের চিত্র তুলে ধরে আনাই তাঁর লেখনীর মূল লক্ষ্য। সম্মানিত হয়েছেন একাধিক পুরস্কার ও সম্মানে। এগুলির মধ্যে শঙ্খ ঘোষ স্মৃতি সম্মান, কবি কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক স্মৃতি সম্মান, রবীন্দ্র স্মৃতি সম্মান, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি স্মারক সম্মান-২০২২ উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন