কবি ও লেখক শুভজিত রায় ১৯৭৩ সালে দুর্গাপুর শিল্পাঞ্চলে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করে ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক হন ১৯৯৩ সালে। লেখার প্রতি আগ্রহ থাকায় পেশাগত ব্যস্ততার মাঝেও চলে সাহিত্যেচর্চা। তাঁর প্রথম গল্প 'দাওয়াই' প্রকাশিত হয় ২০০১ সালে। বিভিন্ন পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়। সংস্কৃতির প্রতি একান্ত অনুরক্ত এই ব্যক্তি সঙ্গীত চর্চা ও গ্রুপ থিয়েটারেও অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি একটি ষান্মাসিক পত্রিকা প্রকাশিত করে চলেছেন। সমাজের অবক্ষয়ের চিত্র তুলে ধরে আনাই তাঁর লেখনীর মূল লক্ষ্য। সম্মানিত হয়েছেন একাধিক পুরস্কার ও সম্মানে। এগুলির মধ্যে শঙ্খ ঘোষ স্মৃতি সম্মান, কবি কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক স্মৃতি সম্মান, রবীন্দ্র স্মৃতি সম্মান, বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি স্মারক সম্মান-২০২২ উল্লেখযোগ্য।