Recent Post

সোমাদির রান্নাবান্না

সোমাদির রান্নাবান্না(১ম পর্ব)- সোমা চট্টোপাধ্যায়

বন্ধুরা, যদিও এখন(অক্টোবর-নভেম্বর) আমের সময় নয়, তবুও আম আপামর বাঙালি বা ভারতবাসীর মনে স্থায়ী জায়গা করে বসে আছে। আম খাননি এমন মানুষের খোঁজ পাওয়া ভার। বিভিন্ন ভাবে আম বাঙালির রসনা তৃপ্ত করে চলেছে সেই কবে থেকে। এমনই এক জিভে জল আনা রেসিপি তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম।

আমের পুডিং @nabataru.com
আমের পুডিং @nabataru.com

আমের পুডিং:

উপকরনঃ- ১কাপ পাকা আমের শাঁস, ১কাপ ঘন দুধ, ২টি ডিম, পরিমাণ মতো চিনির গুঁড়ো, ২ফোঁটা আমের এসেন্স, ১চিমটে নুন।

পদ্ধতিঃ- প্রথমে ডিম দুটো ভালো করে ফেঁটে নিয়ে মিষ্টি পাকা আমের শাঁস দিয়ে আবার ফেঁটে নিতে হবে। তারপর ঘন দুধ দিয়ে আবারও ভালোভাবে মেশাতে হবে। এবার স্বাদমতো(আমের মিষ্টতা অনুযায়ী) চিনি গুঁড়ো আর স্বাদের ভারসাম্য রাখার জন্য এক চিমটে নুন এবং আমের এসেন্স দিয়ে সব একসঙ্গে ভালো করে মেশাতে হবে। এরপর স্টিলের টিফিন বক্সে একটু চিনি দিয়ে সেটাকে গলিয়ে কালচে লাল হলে ঠান্ডা করে আগের তৈরি করে রাখা ব্যাটারটি ওই টিফিন বক্সে ঢেলে প্রেসার কুকার এ জল দিয়ে স্টিমে বসিয়ে ২৫-৩০ মিনিট পরে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে টিফিন বক্স থেকে বার করে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। এরপর এই ঠান্ডা হওয়া পুডিং কেটে নিয়ে পরিবেশন করতে হবে। প্রয়োজন মত সজ্জাকরণ করে নিলে তো সোনায় সোহাগা।

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

One thought on “সোমাদির রান্নাবান্না”

  1. খুব সুন্দর লেখা। তবে আমের পুডিং চেখে দেখাটা বাকি রইলো। আশাকরি নিমন্ত্রণ পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক
বিবিধ কচিপাতা ছবি / ফটোগ্রাফি

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক

    গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক(পঞ্চম শ্রেণি); শ্রীখণ্ড ঊষাঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়; পূর্ব বর্ধমান

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বিবিধ অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

    ঘরকন্না: বরুণ মুখোপাধ্যায়

      বছর ৩২-এর গৃহবধূ সায়ন্তী। কলকাতার এক ফ্ল্যাট বাড়িতে স্বামী কন্যা নিয়ে তিনজনের সংসার। স্বামী সঞ্জয়ের অফিস, মেয়ের অনলাইন ক্লাস

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কীভাবে বেকড-রসগোল্লা তৈরি করবেন
      রান্নাবান্না অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

      কীভাবে বেকড-রসগোল্লা তৈরি করবেন – সোমা চট্টোপাধ্যায়

        যেহেতু পুজোতে আমাদের বাঙালিদের মিষ্টি খাওয়ার প্রচলন আছে তাই পুজোর মরসুমে আমি এই মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন