Recent Post

সোমাদির রান্নাবান্না (৫ম পর্ব): সোমা চট্টোপাধ্যায়

সোমাদির রান্নাবান্না (৫ম পর্ব): সোমা চট্টোপাধ্যায়

শীতকাল মানেই হরেক রকমের শাক সবজির বাহার। সারাদিনের ব্যস্ততার মাঝেই বাড়ির প্রিয় মানুষগুলির জন্য মাঝেমাঝেই ইচ্ছে হয় একটু ভালো রান্নাবান্না করি। আত্মীয় স্বজন আসলে তো কথাই নেই। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে এমন কিছু পাওয়া যায় যা বেশ সস্তা অথচ খাদ্যগুণ সম্পন্ন। হয়ত খাওয়াও যায় একটু বেশিই। তাই বাজার থেকে নিয়ে আসা পেঁয়াজকলি দিয়েই আজকের রেসিপি-

গ্রিন চিকেন: 

উপকরণ:- এক আঁটি পেঁয়াজ শাক, এক আঁটির থেকে কম ধনেপাতা, বোনলেস চিকেন ৭৫০গ্রাম, একটুকরো আদা, এককাপ নারকেল দুধ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, ৫-৬ কোয়া রসুন, হাফ কাপ টক দই, ৭-৮ টা কাঁচা লঙ্কা, বড়ো চামচের ২ চামচ সাদা তেল, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, স্বাদ মতো লবণ ও মিষ্টি, এক চামচ গোলমরিচ গুঁড়ো।

পদ্ধতি:- একটা মিক্সি জারে পেঁয়াজ পাতা , ধনেপাতা, কাঁচালঙ্কা, রসুন, আদা সব নিয়ে একটা মিহি পেস্ট বানাতে হবে। এরপর চিকেনের মধ্যে দই, নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ২-৩ ঘন্টা রেখে দিতে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে সরু সরু করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। খুব বেশি ভাজা হবে না। একটু রং ধরলেই আগে থেকে তৈরি করে রাখা পেস্ট দিয়ে নেড়েচেড়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। জল দেবার দরকার হবে না। যখন চিকেন সেদ্ধ হয়ে আসবে তখন নারকেল দুধ দিয়ে নেড়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ৫-৭ মিনিট পরে নামিয়ে নান, লুচি অথবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন।                                         

একটু অন্য রকম চিকেনের প্রিপারেশন  আপনাদের সাথে শেয়ার করলাম যেটা আমার বাড়ির সকলের খুব পছন্দের। আশা করছি আপনাদের ও ভালো লাগবে। যারা এইধরণের শাক, পাতা খায় না তাদেরকে চুপি চুপি খাইয়েও দেওয়া হবে। অবশ্যই ট্রাই করবেন।

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কীভাবে বেকড-রসগোল্লা তৈরি করবেন
রান্নাবান্না অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

কীভাবে বেকড-রসগোল্লা তৈরি করবেন – সোমা চট্টোপাধ্যায়

    যেহেতু পুজোতে আমাদের বাঙালিদের মিষ্টি খাওয়ার প্রচলন আছে তাই পুজোর মরসুমে আমি এই মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    রান্নাবান্না অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

    চিঁড়ের পকোড়া: শান্তশ্রী সরকার

      প্রথমে চিঁড়ে ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। পাঁচ মিনিট অপেক্ষা করে একটা বড় পাত্রে চিঁড়েটাকে রেখে তার মধ্যে সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, চিনি, হলুদ সব একসঙ্গে মিশিয়ে মাখতে হবে মিহি করে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      তৃষিত-স্রোতস্বিনী-Nabataru-e-patrika
      কবিতা / ছড়া ২০২১ সেপ্টেম্বর

      তৃষিত স্রোতস্বিনী: নীতু বেরা

        ভরা বর্ষায় দুকূল ছাপিয়ে বয়ে চলে
        গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে যাওয়া স্রোতস্বিনী।
        বিরামহীন গতির মাঝে কান পাতলে শোনা যায়—
        তৃষ্ণার্ত ঠোঁটের কম্পন;

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন