Recent Post

সোমাদির রান্নাবান্না (৩য় পর্ব)

সোমাদির রান্নাবান্না (৩য় পর্ব) – সোমা চট্টোপাধ্যায

মুগডালের পরোটা

রোজকার একঘেয়ে খাবারের পরিবর্তে বাড়িতেই তৈরি করা যেতে পারে সুস্বাদু, মুখরোচক ও জিভে জল আনা কিছু সহজসাধ্য খাবার। তার মধ্যে এবার আমার পছন্দের এই জলখাবারটি বাড়ির ছোটরা তো বটেই সঙ্গে বড়োরাও ভীষণভাবে ভালোবেসে ফেলবেন। সেইজন্য সববয়সী মানুষদের কথা ভেবে এবারের রেসিপি-

মুগডালের পরোটা                    

উপকরন – গোটা সবুজ মুগডাল- ৫০০গ্রাম, আদা-১টি ছোট, রসুন-৭ থেকে ৮ কোয়া, কারিপাতা-১৫ থেকে ২০টা, কাঁচা লঙ্কা এবং নুন স্বাদমতো।

পদ্ধতি – আগের দিন রাতে গোটা মুগ ভিজিয়ে রাখতে হবে। এবার ওই ভেজানো মুগডাল এর সাথে সব উপকরণ নিয়ে অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট খুব গাঢ় বা খুব পাতলা হলে চলবে না।

               এরপর গ্যাস অন করে একটা ননস্টিক প্যান-এ অল্প তেল গরম করে আগে  বানানো পেস্টটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পরোটা বানাতে হবে(গ্যাস একেবারে কমিয়ে দিতে হবে,গ্যাস বাড়িয়ে রাখলে ওপর দিকটা পুড়ে যেতে পারে) যারা ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কার আচারের সাথে এটা খেতে পারেন। আর যারা ঝাল পছন্দ করেন না তারা টমেটো সস এর সাথে এটা ট্রাই করতে পারেন ।

           খুব স্বাস্থ্যকর এবং উপাদেয় এই খাবারটি শীতকালের সকালের জলখাবারে অবশ্যই করে দেখতে পারেন তাতে মন এবং প্রাণ দুই-ই তৃপ্ত হবে।

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

One thought on “সোমাদির রান্নাবান্না (৩য় পর্ব)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক
বিবিধ কচিপাতা ছবি / ফটোগ্রাফি

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক

    গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক(পঞ্চম শ্রেণি); শ্রীখণ্ড ঊষাঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়; পূর্ব বর্ধমান

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    রান্নাবান্না অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

    চিঁড়ের পকোড়া: শান্তশ্রী সরকার

      প্রথমে চিঁড়ে ভিজিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। পাঁচ মিনিট অপেক্ষা করে একটা বড় পাত্রে চিঁড়েটাকে রেখে তার মধ্যে সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, লবণ, চিনি, হলুদ সব একসঙ্গে মিশিয়ে মাখতে হবে মিহি করে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বিবিধ অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

      ঘরকন্না: বরুণ মুখোপাধ্যায়

        বছর ৩২-এর গৃহবধূ সায়ন্তী। কলকাতার এক ফ্ল্যাট বাড়িতে স্বামী কন্যা নিয়ে তিনজনের সংসার। স্বামী সঞ্জয়ের অফিস, মেয়ের অনলাইন ক্লাস

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন