সময়ের খরস্রোতে
ভেসে যায় সুখ-দুঃখ নানা স্মৃতি
কখনো বা সেই স্মৃতি ...
রক্তিম বসন্তের রঙে
রাঙিয়ে তোলে মন,
খুঁজে আনে মনের অতলের
মণিমুক্তো!
অন্ধকার ঝলমলিয়ে ওঠে
হাজার বাতির রোশনাই-এ
বন্দী কয়েদি পায় মুক্তির স্বাদ
ডানা মেলে ওড়ে আকাশে
অনির্বচনীয় আনন্দে!
কখনো বা পলি পড়া সেই স্মৃতি থেকে
ভেসে আসে চেনা গন্ধ,
প্রাণ ভরে নিই সেই ঘ্রাণ!
সোহাগে আদরে ভালোবাসায়
সেই গন্ধ সেতু হয়ে থাক
তোমার আমার মাঝে!
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
সেতু দেখলাম সেতু পড়লাম। খুব সুন্দর প্রাসঙ্গিক ছন্দোবদ্ধ একটা কবিতা। ধন্যবাদ কবিকে সেতুর ভাবনা মাথায় আসার জন্য।