সেই মেয়েটা সন্ধ্যেবেলায়
ঘুরছে কেন একা একা
চৈত্র মাসের গাজন মেলায়?
খোঁপায় গোঁজা ঝুমকো ফুলে
ডুরে শাড়ির গাছ কোমরে
চোখ দুটো তার উদাস কেন?
নাগরদোলায় চড়ছে না
কাঁচের চুড়িও পরছে না
চোখ দুটো তার খুঁজছে কিছু?
গত বছর গাজন মেলায়
চৈত্র মাসের সন্ধ্যেবেলায়
মা যে তাকে একলা ফেলে দূরেই গেছে চলে।
তাই তো তার এমন দিনে
মা-কেই শুধু পড়ে মনে
ঢেউ খেলানো পুরু ঠোঁটে অভিমান যে ঝরে।
জন্ম বীরভূমের লাল মাটির দেশে। এখন আসানসোলে থাকেন। পেশায় শিক্ষিকা। নেশা কবিতা লেখা। লিখে আনন্দ পান এবং সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: "আমার একলা আকাশ "(২০২০)
গাজনের মেলায় সেই মেয়েটার,মা চলে যাবার পর যে
অনুভুতি ,কবিতায় রুপ দেওয়া সার্থক।
একটা অভিমানী মেয়ে , আমাদের সবার মনেই কোন না কোন দিন গোপনে ঘর বাঁধবে।