Recent Post

সুখস্মৃতি: প্রিয়াংকা রায়

সুখস্মৃতি: প্রিয়াংকা রায়
সুখস্মৃতি: প্রিয়াংকা রায়
ফেলে আসা দিন অলস ঘুমায়
রাত জাগে নিশ্চুপে
ভোরের আলোয় গান ভেসে যায়
রৌদ্রের উত্তাপে।
আলো হাসে খেলে, সবুজের কোলে
ভ্রমর গুঞ্জরণে,
নতুন ফুলেতে হাওয়া দোল দেয়
প্রভাতের আগমনে।।

কুয়াশার কোলে, হিম ছুঁয়ে গেলে
নবীন কিশোরী হাসে
ভেজা করবীর পরশ বুলিয়ে
অবকাশে ভালোবাসে।
পাখির কূজনে, সুরে সুরে গানে
শৈশব ছবি আঁকে
শিশিরের জলে, ঘুম ভেঙে গেলে
রঙিন কিশোর ডাকে।

সাত রং সব এলোমেলো ওড়ে 
হাওয়ায় ধুলায় মিশে
বুকে জমে থাকা অপূর্ন সাধ
ভেসে যায় অনিমেষে।
ভোরের কাগজে স্মৃতি কথা বলে
নামহীন পদধ্বনি।
পাতায় পাতায় রূপকথা লেখা
অপরূপ এ কাহিনী।।

Author

  • প্রিয়াংকা রায়

    যাঁর কবিতায় ফুটে ওঠে নানান ছবি, শব্দেরা কথা কয়; তিনি হলেন কবি প্রিয়াংকা রায়। জন্ম ১৯৮৪ সালে কলকাতা শহরে। তাঁর বাল্যকালের অনেকটা সময় কেটেছে শান্তিনিকেতনে আর কিছুটা সময় কলকাতায়। বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবনে আবাসিক ছাত্রী হিসাবে, এরপর উচ্চতর শিক্ষার জন্য বেশ কিছু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সৌভাগ্য হয় তাঁর। এগুলির মধ্যে ডব্লুবিইউটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। তিনি একাধারে এম টেক পাঠ সম্পূর্ণ করেন এবং পরবর্তীতে রবীন্দ্রসংগীত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। কবি শ্রীমতী রায় বর্তমানে বোলপুরের বাসিন্দা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। এরই সঙ্গে তিনি ভালোবাসেন সংগীত চর্চা, হাতেরকাজ, সেলাই, খেলাধুলা প্রভৃতি। তাঁর কথায়, "লিখতে গেলেই মনে হয় বিশালত্বের পাশে ক্ষুদ্রের চিত্রলিপি।" ছেলেবেলায় পাঠভবনের শিক্ষা ও পরিবেশ তাঁর আত্মকথনের সাহস। পাঠভবনের সাহিত্যসভা ও নানা অনুষ্ঠানের হাত ধরে একটু একটু করে লিখতে শেখা, মনের ভাব পেন্সিলের আঁকিবুকিতে খাতায় ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে যে অভ্যাসের সূচনা হয়েছিল আজও সেই সাধনা তাঁর অব্যাহত রয়েছে। সেই ছবিই ফুটে উঠেছে নবতরু ই-পত্রিকায় প্রকাশিত তাঁর বিভিন্ন কবিতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আসাদের রক্তাক্ত শার্ট: অজিত কুমার সিংহ
কবিতা / ছড়া

আসাদের রক্তাক্ত শার্ট: অজিত কুমার সিংহ 

    আসাদের রক্তাক্ত শার্ট ঝুলছে আজ
    শিমুল গাছের মগডালে।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ওরা পাঁচজন: গোবিন্দ মোদক
    কবিতা / ছড়া

    ওরা পাঁচজন: গোবিন্দ মোদক

      বেশ বড়ো জুলফিটা শৈলেন্দর সিং
      রোজ ভোরে খুব নাচে ধিং তাক ধিং!

      ঝাঁকড়া চুল রাখে বটে সম্বরম হরি
      কোমরেতে বেঁধে রাখে মোটা এক দড়ি!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কথাকলি(৮): তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      কথাকলি(৮): তীর্থঙ্কর সুমিত

        নিঝুম-নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে পাড়া
        রাত বাড়ার সাথে সাথে জোনাকিরাও….
        আলো আঁঁধারির পথে
        ফোকাস হয়ে উঠেছে সময়
        কিছু মুহূর্ত শিরদাঁড়া উঁচু করে বলে
        ভালো থাকিস ‘কথাকলি’

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন