Recent Post

সীমান্ত :ইমন দত্ত

সীমান্ত :ইমন দত্ত
সীমান্ত :ইমন দত্ত

সীমান্ত :ইমন দত্ত

গোধূলি বেলা, লাল সিঁদুরে মাখা মেঘ যেন সদ্য বিয়ে হয়েছে তার, 
কিছু কিছু সুর নিয়ে গিয়েছে অনেক দূর তার থেকেই।
তবুও সোনালি, রুপালি মুখ যেন ডিপ্রেশনের ছাপটুকু নেই।
নতুন স্পর্শ, নতুন ছোঁয়া। 
মুখলুকিয়ে শুধুই যেন গা-ঢাকা।
বদ্ধ, একদম গোছালো নেই সে,
আলোও যেন অন্ধকারের মত জীবনে ঘনিয়ে আসে।
আকাশে হাজারো তারার ভিড়ে খুঁজে বেড়ায় সে পুরাতন আমি কে, 
কিন্তু সে তো নেই!
একটি ঢেউ এর জীবনসীমা যেমন সীমিত, তারও মনের গহীনে চলে আসে সুইসাইড টেনডেনসি। 
আকাশে হয়ত আজও লুকিয়ে আছে সেই সিঁদুরে ভিজে থাকা মেঘ আর অশ্রুর বাষ্প। 
হাসির খোলসের নীরবতায় এই নীলনদ আর জীবন দেয় না। 
ছিনিয়ে নেয় সমস্ত ঘুম ক্ষুধা ও শান্তির অনুভব। 
অবশেষে একটি আলো ক্রমশ নিভে যায়।
অন্ধকারটি আবারও জ্বলে যায় প্রতিনিয়ত প্রদীপের তলায়। 
যায় আসে না এখন আর এইসব ধ্বংসের যেখানে ফুলের কলি তার গন্ধ আর স্নিগ্ধতা ছড়াতে পারে না। 
সেই পৃথিবী গোছালো হয়েই থাকে প্রতিনিয়ত, শুধু মুখোমুখি দাঁড়িয়ে থাকে সেই মৃত্যুর প্রতিবিম্ব।  

Author

  • ইমন দত্ত

    দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ১৯৯৮ সালে জন্মগ্রহণ করেন তরুণ কবি ইমন দত্ত। বালুরঘাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করে বালুরঘাট কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কবিতা ও গল্প লিখতে ভালোবাসেন; থিয়েটারে অভিনয়ের শখ আছে তাঁর। ভালোবাসেন বই পড়তে। ইচ্ছা আছে গান শেখার ও ফিল্ম তৈরির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
কবিতা / ছড়া

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

    বারবার আমিও ফিরে আসি
    পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
    দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

      শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
      শৈশব মাখা স্মৃতিতে।
      ভাবনার মেঘে রংধনু আঁকা
      বকের পাখায় লাগে তাই
      ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

        থমকে দাঁড়িয়ে আছি
        ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন