Recent Post

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম


সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
মাটির ঘরে তখনো নেমে আসে আশাবরি চাঁদ 
চাঁদের সমুদ্রে পিপাসা হাতড়াই 
হতাশার সাত সমুদ্রে ভাসে 
নির্জীব মায়া। বসন্তনগরে আমি আজও জীবন কুড়োই।।


আশাবরি করতোয়া 
আশাবরি কথার জঙ্গমে পড়ে থাকে 
পূর্বপুষের স্মৃতি। রং-ঝরা সম্পর্কের অনিঃস্ব অভিধান।।


বারবার আমিও ফিরে আসি 
পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর 
দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।


নষ্ট জীবন 
মল্লার ভাবনা নোঙর করি প্রাচীন কুরুক্ষেত্রে 
রোজনামচা ইতিহাস খুঁজি 
জীবনের পাতায়। এ জীবন আজও কেবল কবিতাময়।।


কবিতায় আঁকি বানতলা
আজও কবিতায় আঁকি নৈঃশব্দের সাঙাই মহব্বত।।

Author

  • হামিদুল ইসলাম

    কবি ও লেখক হামিদুল ইসলাম ১৯৫৫ সালে দক্ষিণ দিনাজপুর জেলার ভোঁওর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কাটে চরম দারিদ্র্যের মধ্যে। পড়াশোনার জন্য আসেন মামার বাড়িতে, সেখান থেকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা সম্পূর্ণ করে পুনরায় ফিরে আসেন নিজের বাড়িতে। এরপর বালুরঘাট কলেজ থেকে স্নাতক ও উত্তরবঙ্গ বিশ্ববিদ‍্যালয় থেকে বাংলা ও ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৪ সালে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। চোদ্দ বছর বয়সে তাঁর লেখা প্রথম কবিতা 'ভালোবাসা' প্রকাশিত হয় স্কুল-ম্যাগাজ়িনে। পরবর্তীতে কলেজ জীবনে বিভিন্ন সাহিত্য পত্র-পত্রিকার সঙ্গে পরিচয় হয়। তাঁর কথায়, "লেখা আমার নেশা; লেখা আমার জীবন।" লালন চাঁদ ছদ্মনামে তিনি লেখালেখি করেন। এ-যাবৎ তাঁর ন'টি একক কাব‍্যগ্রন্থ ও ত্রিশটিরও বেশি কাব‍্য সংকলন প্রকাশিত হয়েছে। 'সাহিত্য রত্ন' ও 'কবি সাগর' সম্মাননা-সহ পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দখিনা বাতাস: বিবেক পাল
কবিতা / ছড়া

দখিনা বাতাস: বিবেক পাল

    গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
    পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
    খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
    অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

      স্বার্থের খেলায় অন্ধ সুজন,
      হারিয়েছে আজ সব প্রয়োজন।
      সময় স্রোতে ভাসে মৃত মন,

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

        আজ প্রহর শান্ত, রাত মধ্যম
        নিবিড় বর্ষায় আভাসে
        সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন