Recent Post

সাংগ্রিলা: রুদ্র কিংশুক

সাংগ্রিলা: রুদ্র কিংশুক

১.
বানেশ্বর স্ফটিক রূপান্তরিত পাথর
এ পৃথিবী রূপান্তরে বীজ থেকে উড্ডীন আকাশ
কথনগুটির ভেতর লুকানো কথা রেশম কীট

ফেটে-যাওয়া শিমুল তুলো, ভ্রমণের গল্পে 

২.
কীভাবে স্থিতির হাতছানি জায়মান পাখির উড়ালে
বৈপরীত্যে আরাধিত জীবন, আয়নার ভেতর দিয়ে
ছায়া প্রতিনিয়ত পাল্টে যাওয়া গল্প, 

শূন্যতা দিশারী ক্যানভাস ধীরে ধীরে রঙের মেলায়

৩.
যেভাবে মিলের কথা, পাখি তার সরলতা ভেঙে
উড়ে যাওয়া মহিমা, খোলা মুঠির মধ্যে সামান্য 
শিশির এই শরতে আয়না তার কিঞ্চিৎ সুষমা
 
খোলা হাতে  ফুটে ওঠা শিউলি স্মৃতি সম্ভার

৪.
রাতের মধ্যযামে গাছের মাথায় সে একা
ছাদের কার্নিশে তার ছায়া কাঁপে শূন্যতার ভেতরে
কস্তুরী, সম্ভাবনার আলো শ্যাওলা রঞ্জিত পাথরে
  
গন্ধবাবার সন্ধানে বন্ডুলের দিকে হাওয়া, আগম
 
 ৫.
সাততলা বাড়ি, মহিম আলো, পাখির গল্প
কথনগুটি ভাঙতে ভাঙতে এই কথামৃত 
মাস্টারের বাড়ির হাঁস  জল থেকে দুধ আলাদা
  
সাংগ্রিলা নামের দেশে সন্ধ্যা, বিমান ভাঙা যাত্রী
 
 ৬.
 সাংগ্রিলা লস্ট হরাইজন, পথ হারানো পাখি
অলীক পথের সন্ধানে ভ্রমণ, যতটা ভ্রম ততটাই 
ভ্রমর, মায়া সেতুর উড্ডীন হাওয়া, নতুন নিশান

কঠিন পাথরে পাথরে ফুটে-ওঠা ঘাসফুল আয়না

৭.
শূন্যের ভেতর বহু ঘূর্ণন, জলকথা অতল স্বপ্ন
থিরপারাপ্পুর জলপ্রপাতের নিচে পাতা শরীর
শ্যাওলা-রাঙা দর্পণে কাজুবাদামের ছায়া 
 
নির্জন পাপিয়ার ডাকে এতটা পূরবী কেন?

৮.
আলেকলতার গল্পে তার অপরূপ ছায়া
মিছরি-রুটির ইঙ্গিতে এতটা পথ, পথশ্রম
তবুও অপেক্ষার মাধুর্যে রসিকলাল মহান
   
আগমন গন্ধে  কীভাবে বাড়ি আলোড়িত বাঁশি


৯.
 ডেস্টিনেশনহীন এই পাকদন্ডী, হংসধ্বনি রাগ
  জলার পাশে উল্টানো ফুল,  কাঁথাস্টিচ জীবন
   মুথাঘাস, শিকড়ে অন্তর্ঘাতের  মোটিভ

কমলাবাগানের টোটোগানে অতর্কিত হড়কাবান
 
১০.

ভার্টিগো, রিসাকলোনির নাশপাতি অরণ্য,
 নীচে দৃষ্টি-অতীত অতল, দূরাগত সিম্ফোনি
  জাটিঙ্গা, পাখি ও আগুনের গল্পগাথা 
  
অতর্কিত বাঁকের যতটা বক্রতা ততটাই জাগৃতি


১১.

সোমনাম্বুলিস্ট অক্ষরমালা, সায়নী সিন্ডের আলাপ,
 বিস্তার, পাখিদের হোমকামিং, বিস্তীর্ণ আকাশ
  মহাদেশ থেকে মহাদেশ,  দলদাম-আকীর্ণ 
  
  সুড়ঙ্গ পথে হাওয়া, মৃন্ময় প্রদীপ 
  
১২.
নিরালম্ব রঙ, শূন্যতার বিকল্প নাম বীজ,
 যেখানে আরম্ভ সেখানেই সমাপ্তি ভ্রাম্যমান, 
 মালয়ালি গানের বৃদ্ধ মাঝি আজ জলপথে গাইড
 
  প্রাচীন নাবিক,  কাজুবাদামের পতনোন্মুখ লালিমা

Author

  • রুদ্র কিংশুক

    কবি ও অনুবাদক, রুদ্র কিংশুক বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখেন মৌলিক কবিতা। তাঁর কবিতায় আছে বিষয় ও আঙ্গিকের নানান পরীক্ষা-নিরীক্ষার চিহ্ন। অনুবাদের ক্ষেত্রে বিশ্বদুনিয়ার নতুন কবিতায় তাঁর আগ্রহ। সাম্প্রতিক গ্রিক, তুর্কি, ম্যাসেডোনিয়ান ও বুলগেরিয়ান কবিতার অনুবাদ করেছেন বাংলায়। তেমনই সাম্প্রতিক বাংলা কবিতা অনুবাদ করেছেন ইংরেজিতে। বীরভূম জেলার বোলপুর নিবাসী রুদ্র কিংশুকের জন্ম ১৯৭১ সালে। ইংরেজি সাহিত্য, অনুবাদ সাহিত্যের মতো একাধিক বিষয়ে উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণার কাজও সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করেছেন। সাবলটার্ন স্টাডিজ ও উপন্যাস---এই বিষয়ে তিনি লিখেছেন তাঁর পিএইচডি থিসিস বা গবেষণা সন্দর্ভ। লেখালেখির স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তর কর্তৃক প্রদত্ত 'জুনিয়র ফেলোশিপ ইন লিটারেচার'(১৯৯৭-৯৯) ও 'কবিতা পাক্ষিক সম্মান'(২০০০) সহ কয়েকটি সম্মাননা। বিদ্যায়তনিক লেখাপড়ার বাইরে তাঁর চর্চার বিষয় পাখি। শখ: ভ্রমণ ও গান ।লেখকের প্রকাশিত গ্রন্থ:—১) পোস্টমডার্ন রাইটিং ওয়ার্কশপ(২০০৪) ২) প্রাচীন গ্রিক কবিতা(২০০৮) ৩) রুপুর তালপাতার বাঁশি(২০০৮) ৪) শিল্প-সাহিত্যের শব্দার্থকোশ(২০১২)-সহ অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা তিনি।

One thought on “সাংগ্রিলা: রুদ্র কিংশুক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নবতরু-ই-পত্রিকা
প্রবন্ধ / নিবন্ধ অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

কায়দারা এবং নইকিদেবী: দীপ্তেশ চট্টোপাধ্যায়

    গুজরাটের বর্তমান পাটন শহরে ছাবদা বংশের তথাকথিত শেষ রাজা সামান্তাসিমহার ভাতুষ্পুত্র মূলারাজা তাঁকে উচ্ছেদ করে প্রতিষ্ঠা করেন চালুক্য বংশের। এই চালুক্য ইতিহাসে সোলাঙ্কি রাজপুত নামেও পরিচিত যা অগ্নিকুল রাজপুতদের এক শাখা

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    কবিতা / ছড়া অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

    এসো কবিতার অন্দরে: চাঁদ রায়

      কবিতার ওজোময় শব্দ পালিত হোক জরায়ুর গর্ভে
      গর্ভফুল বৃদ্ধি পায় যেন শব্দের ভিড়ে
      আনাগোনা আমাদের মধ্যে
      পাগল জন্ম-জননে।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      ২০২০ টোকিও অলিম্পিকের কিছু সেরা মুহূর্ত
      সাম্প্রতিক ঘটনা অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

      ২০২০ টোকিও অলিম্পিকের কিছু সেরা মুহূর্ত: অংশুমান বন্দ্যোপাধ্যায়

        একটি সোনা, দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়ে ভারতের সফলতম অলিম্পিক ছিল এবারের টোকিও অলিম্পিক।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন