এবার আবার রথের মেলা, তোমার পাড়ায় শিমুলতলায় নিয়ম করে—
একটা সময় জয় জগন্নাথ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
আমরা ছিলাম সহজ পথের সহচরী
সময়গুলি কাল হলো এখন শুধু মনে করি!
তুমি দেখো রথের মেলা, রথের চূড়া, মধ্যমনি
আমি দেখি বুকের বাঁ পাশ, কেবল শনি!
কথার মালা প্যাডের চিঠি তোমার দেওয়া—
রথের মেলায় আসবে তুমি বৃষ্টি ছায়া।
রথ আসল বৃষ্টি হল আকাশ ছোঁয়া দিন
বুকের মাঝে রথের রশি হাজার স্বপ্ন ঋণ
রথের মেলা আবার এলো তোমার পাড়ায়
কেন জানি! এখন খুব কম যাওয়া হয়।
তুমিও নেই রথটি আছে। ঠিক তেমনই একা
ভিড়ের মাঝে ইচ্ছা করে পেতে তোমার দেখা।
আসবে নাকি আর একবার উল্টো রথে-
ভালোই আছো বুঝব আমি দূর সাক্ষাতে।