সম্পাদকীয় ,মার্চ ২০২১ – বরুণ মুখোপাধ্যায়

নবতরু ই-পত্রিকা যে সময়ে শুরু করার চিন্তাভাবনা করা হয়েছিল সেটা ছিল একটা দুঃসময়। সকলেই ছিলাম গৃহবন্দি। কোনও অনুষ্ঠান করা তো দূরের কথা বাড়ির বাইরে পর্যন্ত যাওয়া তখন নিষিদ্ধ ছিল। সেই সময়ে কীভাবে মন ভালো রাখা যায় সেটাই ছিল চিন্তার বিষয়। সাহিত্যচর্চার মধ্যে দিয়ে সৃজনশীলতার বিকাশ সম্ভব, তাই এই নবতরু ই-পত্রিকাকেই বেছে নেওয়া হল চর্চার বিষয় হিসাবে। বিভিন্ন মাধ্যমে অনেক ভালো ভালো লেখা চোখে পড়ে, ইচ্ছে ছিল এই লেখাগুলিকে যদি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে রাখা যায়। তাই লেখকদের সঙ্গে যোগাযোগ করে শুরু হল লেখা দিয়ে মালা গাঁথার পালা। সেই কাজটা খুব আনন্দের সঙ্গেই করে যাওয়া হচ্ছে এখন।
আজ বলতে কোনও অসুবিধা নেই যে এই ধরণের অনলাইন পত্রিকা দুনিয়া জুড়ে অজস্র থাকলেও রাঙামাটির দেশে অর্থাৎ আমাদের জেলায় নেই বললেই হয়। আর থাকলেও চোখে পড়েনি কখনও। তাই এই পত্রিকাকে সর্বাঙ্গীণ সুন্দর করে তোলার দায়িত্বও বেড়ে গেছে অনেকখানি। অনেক নতুন লেখক অনেক আশা নিয়ে লেখা পাঠাচ্ছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সেই লেখা আরও বেশিসংখ্যক পাঠকের কাছে পৌঁছে দিতে। এই কাজে সোশ্যাল মিডিয়া একটা বড়ো ভূমিকা নিয়েছে একথা বলাই বাহুল্য।
বাংলা সাহিত্যের জগতে একদিন নবতরু ই-পত্রিকা অগ্রণী ভূমিকা নেবে এই বিশ্বাস রেখেই এগিয়ে চলি।