সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

দেখতে দেখতে নবতরু ই-পত্রিকার বর্ষপূর্তি সংখ্যা এগিয়ে আসছে। লেখক-লেখিকা এবং পাঠক-পাঠিকাদের সহযোগিতায় পত্রিকা তরতর করে এগিয়ে চলেছে। বহুসংখ্যক মানুষ এখন এই পত্রিকার পাঠক। তাঁদের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আমরাও পত্রিকার বিষয়ে আরও দায়িত্বশীল হয়েছি। ডিজিটাল মাধ্যমে এমন একটা কাজ সকলের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। শুধুমাত্র ওয়েবসাইটটিকেই ঢেলে সাজাইনি, আমরা সোশ্যাল মাধ্যমের প্রতিটি জায়গায় নিজস্বতার ছাপ রাখার চেষ্টা করেছি। লেখকদের পরিশ্রমকে সম্মান জানিয়ে নতুন নতুন সাহিত্য সৃষ্টির তাগিদে তাঁদের লেখাগুলি সকলের মনোগ্রাহী কীভাবে হয় তার জন্য আমরাও নিরন্তর চেষ্টা ও নিরলস পরিশ্রম করে যাচ্ছি।
আগামী অক্টোবর মাসে একইসঙ্গে একটা সংখ্যাতেই প্রকাশিত হবে নবতরু ই-পত্রিকার বর্ষপূর্তি ও শারদ সংখ্যা। থাকবে বেশ কিছু নতুন বিষয়।
অগস্ট মাস স্বাধীনতার মাস। বিপ্লবের মাস। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মাথায় রেখে শহীদদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানিয়ে এবারের সংখ্যায় রাখা হয়েছে এমনই কিছু লেখা। আশাকরি সকলের ভালো লাগবে।
অতিমারির ভ্রুকুটি দূর হয়ে খুশির আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক―এই কামনা করি। তাই এই সময়ে একঘেয়েমি কাটাতে হাজির হয়েছি নতুন কিছু নিয়ে। সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন আমাদের। নবতরু ই-পত্রিকার সঙ্গে সকলেই একযোগে বলুন―”প্রাণ ভরে পড়ব, মন খুলে লিখব।”
One thought on “সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়”