
নবতরু ই-পত্রিকা সবেমাত্র চার পেরিয়ে পাঁচ মাসে পা দিল। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে পঞ্চম সংখ্যায় পড়ল। ইতিমধ্যেই বেশ কিছু লেখককে আমরা পেয়েছি যাঁরা তাঁদের লেখনীর সৌজন্যে অনেক পাঠক হৃদয় জয় করে নিয়েছেন। পাশাপাশি পেয়েছি একেবারেই আনকোরা একঝাঁক নতুন লেখক-লেখিকাদের, যাঁদের লেখনীকে নেট দুনিয়ার পাঠকের দরবারে পৌঁছে দিতেই এই পত্রিকার অবতারণা।
বাংলা ওয়েব ম্যাগাজিনের জগতে ‘নবতরু’ নিতান্তই নবাগত। অনিচ্ছাকৃত অনেক ত্রুটি হয়ত থেকে গেছে, পাঠকদের কাছে তাই আমাদের একান্ত অনুরোধ আপনারা এই ত্রুটি চোখে পড়া মাত্রই কোনও রকম দ্বিধা না করে আমাদের জানান, তাহলে আমরা সেই ভুল শোধরাতে পারব আর সেই সঙ্গে আরও ভালোভাবে কাজ করতে পারব। নতুন বছরে নবতরু ই-পত্রিকা পাঠকদের সুবিধার্থে নিয়ে এসেছে কিছু প্রযুক্তিগত পরিবর্তন; যেমন ডেস্কটপ অথবা ল্যাপটপ ব্যবহারকারী এবং মোবাইল ফোন বা ট্যাব ব্যবহারকারীদের জন্য পৃথক ব্যবস্থা। এরফলে পাঠক আরও ভালোভাবে পত্রিকা পড়তে পারবেন।
বাংলা অনলাইন পত্রিকা/ম্যাগাজিন বা বাংলা ওয়েব ম্যাগাজিন অথবা বাংলা ই-ম্যাগাজিন বলতে যা বোঝেন, নবতরু ই-পত্রিকা হল তাই। সমস্ত লেখক-লেখিকাদের বিশেষ করে নতুন লেখক-লেখিকাদের সৃজনশীলতাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তুলে ধরার জন্য নবতরু ই-পত্রিকা সবসময় চেষ্টা করে যাবে। তাই পত্রিকার মূলমন্ত্রটিকে আরও একবার স্মরণ করে যেতে চাই- “প্রাণ ভরে পড়ব মন খুলে লিখব।”
‘নবতরু ‘র উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক…..শুভ কামনা রইলো।