
দেখতে দেখতে আবার একটা নতুন বছর চলে এল। ফেলে আসা বছরের সবথেকে আলোচিত কোভিড-উনিশ-এর মতো ভয়ানক অতিমারীর অভিশাপকে সম্পূর্ণ ফেলে আসতে পারলাম না। পুরাতন কিছু বদঅভ্যাসের মতোই নতুন বছরেও এর অংশবিশেষ থেকেই গেল। আমরা সকলেই কমবেশি ক্ষতিগ্রস্ত। নতুন বছরে আর কিছু চাওয়া থাক বা না থাক সকলেই অন্তত এই ভয় ভয় পরিস্থিতি থেকে মুক্তি চাই। আর তাই নতুন প্রত্যয়ে আমরা সাজিয়েছি আমাদের পত্রিকা নবতরুকে। অক্টোবরে জন্ম নেওয়া নবতরু আজ সবে চার মাসে পা দিল, তার ছোট ছোট ডালপালায় শীতের হাওয়ার দোলা লেগেছে যে! একটু একটু করে শাখা প্রশাখা বিস্তার করছে সে। তাই আমরাও থেমে নেই, এই সংখ্যায় এনেছি কিছু চমক। থাকছে লেখক পরিচিতি এবং কিছু পরিবর্তন যা পাঠকের ভালো লাগবে বলেই আমাদের বিশ্বাস। নতুন বছরে এই নবতরুই হোক আমাদের আনন্দের দিশা।
পরিস্থিতির মুখোমুখি হয়ে নবতরু তার সম্পাদকের বক্ত্যব্যটিকে যথার্থ করতে পেরেছে। k
নতুন বছরে ,”নবতরু” এমনই সেজে উঠুক নব নব রূপে, তার ডাল পালায় আসুক বসন্তের লেখনীর বাহার। “নবতরু”.. “মহীরুহ” তে পরিণত হবে অচিরেই… এই কামনা করি…!