বছরের শুরুতে কোভিড-১৯-এর দাপট খানিকটা কমতেই সবচেয়ে খুশির খবর যদি হয় বিদ্যালয়গুলি সচল হওয়া তবে নিশ্চিতভাবে খারাপ খবর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। অতিমারির মর্মান্তিক ছবি এখনও সবার চোখের সামনে টাটকা হয়ে ভাসছে তার উপরে এই যুদ্ধ-যুদ্ধ খেলা ভবিষ্যতে আরও ভয়ানক বিপদের বার্তা বয়ে আনছে একথা বলাই বাহুল্য। চারিদিকের টালমাটাল পরিস্থিতির মধ্যে আপনাদের সঙ্গে আমরাও এগিয়ে চলেছি নবতরুকে সঙ্গী করে। এই সময়ের মধ্যে আমরা পেয়েছি অগণিত পাঠকবৃন্দকে; তাদের ভালোবাসা ও উৎসাহ আমাদের সামনের পথ চলাকে আরও মসৃণ করবে এই বিশ্বাস রাখি।

সকল পাঠকের উদ্দেশে জানাই, এই মার্চ সংখ্যাটি থেকে আমাদের ওয়েবসাইটে অনেক বেশি তথ্য সংরক্ষণ করে রাখা হবে। তাই যে সমস্ত পাঠক ইতিমধ্যেই আমাদের সঙ্গে যু্ক্ত আছেন তাঁরা তো থাকবেনই এছাড়া যাঁরা এখনও যুক্ত হতে পারেননি তাঁদেরও স্বাগত জানাই। ‘নবতরু ই-পত্রিকা’ এখন থেকে আরও বড়ো এবং আরও বেশি তথ্যসমৃদ্ধ হয়ে হাজির হয়েছে আপনাদের হাতের মুঠোয়।