সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

নবতরু ই-পত্রিকার অষ্টম সংখ্যা প্রকাশিত হল। এই সময় একদিকে নির্বাচন আর অন্যদিকে কোভিড, দুটোই আলোচনার শীর্ষে। দোকানে-বাজারে, হাটে-বাটে সর্বত্রই একই আলোচনা। রাজনৈতিক আলোচনা যতখানি উত্তেজিত করছে ততখানিই ভীত করছে কোভিডের চোখরাঙানি। কত শত মানুষ যে অসহায় হয়ে বাঁচার আকুতি করছে তা চোখ মেললেই পরিষ্কার। চারিদিকে কেমন যেন অজানা আতঙ্ক। এই সময়েই কত মানুষ যে তাদের প্রিয়জনকে হারাল! কিছুদিন আগেই কোভিডের করাল গ্রাসের কবলে পড়ে না-ফেরার দেশে চলে গেলেন কবি শঙ্খ ঘোষ। ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব যে এই ভয়ঙ্কর পরিস্থিতিতেই চলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।
তাই যতই ভয় আমাদের চেপে ধরুক না কেন, এর হাত থেকে বাঁচতে আর পাঁচটা উপায়ের মতোই নিয়মিত হাসি, মজা আর হৈ-হুল্লোড় করে আনন্দে থাকা আর অপরকে আনন্দে রাখাটাই হল বড়ো চ্যালেঞ্জ। তাই আমরাও হাত গুটিয়ে বসে নেই। নিয়মিত প্রকাশ করে চলেছি আমাদের পত্রিকা, যার মাধ্যমে সকলকে একটু হলেও ভালো রাখতে পারব; এই বিশ্বাস রাখি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন নবতরু ই-পত্রিকা।
নবতরু-ই পত্রিকার একের পর এক সংখ্যা প্রকাশিত হতে চলেছে।এর সঙ্গে সম্পাদনা মন মাতিয়ে রাখে। আশা রাখি
পত্রিকার শ্রীবৃদ্ধি।