Recent Post

সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

নবতরু ই-পত্রিকার অষ্টম সংখ্যা প্রকাশিত হল। এই সময় একদিকে নির্বাচন আর অন্যদিকে কোভিড, দুটোই আলোচনার শীর্ষে। দোকানে-বাজারে, হাটে-বাটে সর্বত্রই একই আলোচনা। রাজনৈতিক আলোচনা যতখানি উত্তেজিত করছে ততখানিই ভীত করছে কোভিডের চোখরাঙানি। কত শত মানুষ যে অসহায় হয়ে বাঁচার আকুতি করছে তা চোখ মেললেই পরিষ্কার। চারিদিকে কেমন যেন অজানা আতঙ্ক। এই সময়েই কত মানুষ যে তাদের প্রিয়জনকে হারাল! কিছুদিন আগেই কোভিডের করাল গ্রাসের কবলে পড়ে না-ফেরার দেশে চলে গেলেন কবি শঙ্খ ঘোষ। ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব যে এই ভয়ঙ্কর পরিস্থিতিতেই চলছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন।

তাই যতই ভয় আমাদের চেপে ধরুক না কেন, এর হাত থেকে বাঁচতে আর পাঁচটা উপায়ের মতোই নিয়মিত হাসি, মজা আর হৈ-হুল্লোড় করে আনন্দে থাকা আর অপরকে আনন্দে রাখাটাই হল বড়ো চ্যালেঞ্জ। তাই আমরাও হাত গুটিয়ে বসে নেই। নিয়মিত প্রকাশ করে চলেছি আমাদের পত্রিকা, যার মাধ্যমে সকলকে একটু হলেও ভালো রাখতে পারব; এই বিশ্বাস রাখি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন নবতরু ই-পত্রিকা।

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

One thought on “সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়”

  1. নবতরু-ই পত্রিকার একের পর এক সংখ্যা প্রকাশিত হতে চলেছে।এর সঙ্গে সম্পাদনা মন মাতিয়ে রাখে। আশা রাখি
    পত্রিকার শ্রীবৃদ্ধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়
সম্পাদকীয়

সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

    এবারের সংখ্যাটি সাজানো হয়েছে মূলত গরমের ছবিটিকেই তুলে ধরার উদ্দেশ্যে।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়
    সম্পাদকীয়

    সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

      এবছর এপ্রিল মাসের শুরুতেই অর্থাৎ চৈত্রের মাঝামাঝি থেকেই প্রচণ্ড গরমে নাজেহাল বাংলার জনজীবন। গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই নেই গাছপালা-সহ সকল জীবজগতের। তীব্র দহনে পুড়ছে পশ্চিমবঙ্গ ও পাশাপাশি রাজ্য। তাপমাত্রা ছুঁয়েছে ৪৫ ডিগ্রি। তবুও কাজ তো থেমে থাকে না। রুটিরুজির সন্ধানে বেরিয়ে যাওয়া শ্রমজীবী মানুষের আবার কী শীত কী গ্রীষ্ম! টিকিফাটা রোদেও চলছে কাজ। আর তার সঙ্গে পাল্লা দিয়ে দেদার বিক্রি হচ্ছে মরসুমি ফল, ঠাণ্ডা পানীয়—যদি একটু স্বস্তি পাওয়া যায়!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়
      সম্পাদকীয়

      সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

        মার্চ মাস শেষ হতে চলল অথচ পত্রিকার নতুন সংখ্যার দেখা নেই—এমনটা যারা ভাবছেন তাঁদের উদ্দেশে বলি—আপনাদের জন্যই নবতরুকে নতুন নতুন রূপে প্রকাশ করতে ইচ্ছা করে।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন