পাঠকদের ভালোবাসায় নবতরু ই-পত্রিকার দ্বিতীয় বর্ষের দ্বাদশ সংখ্যা প্রকাশিত হল। অক্টোবর ২০২০ থেকে পথ চলা শুরু করে এই মাসিক পত্রিকার ২৪টি সংখ্যা নিয়মিতভাবে প্রকাশ করতে আমরা সক্ষম হয়েছি। করোনাকালে গৃহবন্দি অবস্থায় অঙ্কুরিত এই বাংলা অনলাইন পত্রিকা—’নবতরু’ আজ শাখা প্রশাখায় ভরে উঠেছে। এই স্বল্প সময়ের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুই বাংলার শতাধিক লেখক লেখিকা। আছেন বেশ কিছু নবাগত লেখক। তাঁদের পরিশ্রম ও লেখার প্রতি আগ্রহ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তাঁরা আগামীতে সাহিত্যজগতে প্রতিষ্ঠিত হলে সবথেকে খুশি হব আমরা।

আগামী দিনে নবতরু ই-পত্রিকা আরও মানুষের কাছে পৌঁছে যাবে এবং গ্রহণযোগ্যতা পাবে এটা আশা রাখি। এই কাজে লেখক-লেখিকা, পাঠক ও সাহিত্যপ্রেমি মানুষের সাহায্য প্রার্থনা করি।