প্রচন্ড দাবদাহ এখন আর নেই। প্রায় প্রতিদিনই বৃষ্টি। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি, ঝোড়ো হাওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি কোথাও না কোথাও ঠিকই হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন গত মাসে উপলব্ধি করা যায়নি। এখন বিদ্যালয়গুলিতে গরমের ছুটি থাকলেও অন্যান্যদের কাজকর্মে ছুটি নেই।

আসলে কর্মব্যস্ততাই যে জীবন। তাই শত ব্যস্ততার মাঝেও চলছে বেঁচে থাকার রসদ খোঁজার কাজ। মাঠ থেকে ফেরা চাষি সান্ধ্য আড্ডায় খোশগল্পে যেমন মেতে ওঠেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার মুখে চায়ের আসরে যেমন দেশ-কাল-সময়ের একপ্রস্থ হিসাব কষে নেন দোকানদার—তেমনই সাহিত্য সন্ধানী কিছু মানুষ আপন সৃষ্টিকর্মে মেতে ওঠেন অবসরে। ‘নবতরু’ এমনই এক অবসরের সঙ্গী। যেখানে প্রাণ ভরে পড়া যায় এবং সেইসঙ্গে মন খুলে লেখাও যায়।