
দেখতে দেখতে আরও একটা বছর পেরিয়ে গেল। অতিমারিকে সঙ্গী করে কেউ খুঁজছেন নতুন কাজ; কেউ আবার বেরিয়ে পড়ছেন পাহাড়-জঙ্গল-সমুদ্রে। কেউ বা হিমশীতল পৌষে নিজেকে শাল-সয়েটার-চাদরে ঢেকে খেজুর গুড় আর কেক-পেস্ট্রিতে মজে থাকার চেষ্টা করছেন। এরই মধ্যে আবার চোখ রাঙাচ্ছে নতুন ভেরিয়েন্ট। মানুষ যায় কোথায়!

নতুন বছর—তাই নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়েছি আমরা। এই সংখ্যায় একসঙ্গে অনেকগুলি নতুন মুখ যেমন এসেছেন তেমনই এসেছে ভিন্ন স্বাদের লেখাও। ওপার বাংলার মানুষের কাছে পৌঁছেছে নবতরু। তারই প্রতিফলন ঘটেছে এই সংখ্যায়। সকলে পড়ুন ও কেমন হয়েছে জানান। আমাদের পরিশ্রম ও আপনাদের সহযোগিতায় নবতরু ই-পত্রিকা সামনে এগিয়ে চলুক—এটাই কাম্য।