সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

বর্তমান সময়ের প্রেক্ষাপটে সর্বাপেক্ষা আলোচিত বিষয়গুলির মধ্যে অবশ্যই টোকিও অলিম্পিক্স, অশান্ত আফগানিস্তান এবং অতিমারিজনিত টালমাটাল পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দের দিকে অগ্রসরের চেষ্টা। সমগ্র বিশ্বের মতোই আমরাও তাকিয়ে আছি আগামী পরিস্থিতির দিকে। নানান উৎকন্ঠার মধ্যেই সমাপ্ত হল টোকিও অলিম্পিক্স; সেখানে ভারতীয় প্রতিযোগীদের ফলাফল বেশ আশার আলো সঞ্চারিত করেছে, একথা বলাই যায়। কিন্তু অশান্ত আফগানিস্তানের ছবি স্বাভাবিকভাবেই সকলকে নাড়িয়ে দিয়েছে। এই নানান ঘটনাপ্রবাহের মধ্যে আমাদের পত্রিকাও এগিয়ে চলেছে। সেপ্টেম্বর সংখ্যা আমাদের প্রথম বর্ষের দ্বাদশ সংখ্যা হিসাবে প্রকাশিত হল। প্রথম বছরে যে সকল লেখক লেখিকা পত্রিকায় লিখেছেন তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। পাঠকদের চাওয়া-পাওয়া কতটা পূর্ণ করতে পেরেছি সে কথা আগামী সময়ই বলবে। আমরা আমাদের দায়বদ্ধতার জায়গায় অবিচল থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করে পত্রিকাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর থাকব।
One thought on “সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়”