সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়
প্রকাশিত হল নবতরু ই-পত্রিকার তৃতীয় বর্ষের পঞ্চম সংখ্যা তথা মে-২০২৩ সংখ্যা। এই সময় আমাদের চতুর্দিকে যে ছবি দেখতে পাচ্ছি তাই তুলে ধরার চেষ্টা করছি। একদিকে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ আর অন্যদিকে কালবৈশাখীর উন্মত্ততা। ২০২৩: এই সময়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক সরঞ্জামের আধিক্য থাকলেও গরমের হাত থেকে রেহাই পাওয়া মুশকিল। চাঁদি ফাটা রোদে কাজ করে চলেছে চাষি, দিন মজুর থেকে কতশত শ্রমিক। গরমের জন্য বন্ধ রাখা হয়েছে সরকারি বিদ্যালয়গুলি। তবে কবে খুলবে তা এখনও জানানো হয়নি। হাটে বাজারে উপচে পড়ছে আম-তরমুজের মতো মরশুমি ফল। তীব্র গরম থেকে রেহাই পেতে দেদার বিক্রি হচ্ছে ফ্যান-ফ্রিজ-এসি। এবারের সংখ্যাটি সাজানো হয়েছে মূলত গরমের ছবিটিকেই তুলে ধরার উদ্দেশ্যে। এই পর্বে আছে শৈশবের দিনগুলির কথা, হারিয়ে যাওয়া যৌথ পরিবারে বড়ো হওয়া গ্রীষ্ম দিনের হাস্য-বিষাদের স্মৃতি। আছে শৈশবকে হারানোর যন্ত্রণা, হাতরানো অতীতের সুখছবি। পত্রিকার ফেসবুক গ্রুপ থেকে তুলে আনা এইসব স্মৃতিকথা শুনতে আশাকরি সকলেরই ভালো লাগবে। ভবিষ্যতে লেখাগুলি সহজেই যেন সকল পাঠকের সামনে আনা যায় সেই উদ্দেশ্যে লেখাগুলিকে ওয়েবসাইটে রাখা হল। এই সংখ্যাটি আপনার কেমন লেগেছে জানালে খুশি হব এবং আমাদের প্রচেষ্টা কতখানি সফল হয়েছে সেকথা জানতে পারব। পত্রিকার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
