সর্বপ্রথমেই ক্ষমা চেয়ে নেওয়া দরকার এই কারণে যে, নবতরু ই-পত্রিকা দুই মাস যাবৎ বন্ধ ছিল। এ-কথা আমরা ফেসবুক গ্রুপে জানালেও মনের মধ্যে যে একটা অপরাধবোধ কাজ করছিল—এটা স্বীকার করতে কোনও অসুবিধা নেই। যে সকল লেখক, পাঠক নবতরু প্রকাশের জন্য প্রতি মাসে অপেক্ষা করে থাকেন তাঁদের কাছে এই দু’মাস বড়োই কষ্টের ছিল। যাই হোক, প্রযুক্তিগত ত্রুটির কারণে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তা থেকে মুক্ত হতে পেরেছি—এটাই বড়ো আনন্দের কথা।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে আমাদের সকলের প্রিয় এই পত্রিকা তৃতীয় বছরে পদার্পণ করল। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত অন্যান্য সব কিছুর মতোই এই পত্রিকারও প্রাসঙ্গিকতা যে ক্রমশ বাড়ছে সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। গুটিকয়েক যে কয়টি অবাণিজ্যিক পত্র-পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় তাদের থেকে নবতরু একেবারেই অনন্য। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, বিনোদন, ক্রীড়া প্রভৃতি বিষয়ক লেখায় সমৃদ্ধ এই ‘নবতরু’।
এবারের জানুয়ারি সংখ্যাটিকে আগের অপ্রকাশিত শারদ সংখ্যা হিসাবে রাখা হল। অন্যান্য লেখার পাশাপাশি এই সংখ্যায় থাকছে ‘নবতরু ই-পত্রিকা’ ফেসবুক গ্রুপ থেকে বাছাই করা বেশ কিছু লেখা। নতুন বছরে নতুন আঙ্গিকে সেজে উঠবে এই পত্রিকা। লেখক, পাঠক ও পত্রিকাগোষ্ঠীর মিলিত প্রচেষ্টায় উন্নততর সাহিত্য সৃষ্টির লক্ষ্যে আগামীর পথে এগিয়ে যাবে নবতরু। এই আশা রেখে পত্রিকার পক্ষ থেকে সকলকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই।
অভিনন্দন ভাই