সম্পাদকীয়: নভেম্বর ২০২১
নানান অশান্ত পরিস্থিতির মধ্যে সময় এগিয়ে চলেছে। একদিকে বন্যা-বিধ্বস্ত মানুষের হাহাকার তো অন্যদিকে পুজোর আয়োজন। সর্বোপরি মাথার উপর সেই অতিমারির খাঁড়া। উৎসবের আমেজ কাটতে না-কাটতেই ফের সংক্রমণের ভ্রূকুটি। আর কতদিনই বা মানুষ এইভাবে দমবন্ধ অবস্থায় বাঁচবে? এই সময়ের প্রতিচ্ছবিই ধরা পড়েছে বিভিন্ন জায়গায়— সাহিত্যেও।
নবতরু ই-পত্রিকা যে লক্ষ্য নিয়ে পথ চলতে আরম্ভ করেছিল, আজ দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সংখ্যাতে পৌঁছে তা বহুলাংশেই সফলতা অর্জন করতে সমর্থ হয়েছে, একথা বলতে পারি। এই উৎসাহেই মাসিক পত্রিকাটিকে পাঠকের কাছে আরও মনোগ্রাহী করে তুলতে আমরা সর্বতোভাবে সচেষ্ট।

দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যাটি ‘বর্ষপূর্তি ও শারদ সংখ্যা’— নামে প্রকাশিত হয়েছে অক্টোবর মাসে। এই সংখ্যাটি প্রায় পঁচিশ জন নতুন লেখক-লেখিকার পাশাপাশি কমবেশি পঞ্চাশ জন লেখক-লেখিকা ও চিত্রশিল্পীর সৃজনশীলতায় সমৃদ্ধ হয়েছে। পাঠক মহলে বিপুল সাড়া মিলেছে। তাই এই সংখ্যাটিও সকলের ভালো লাগবে আশা রাখি।
শুধুমাত্র গল্প, কবিতাই নয়— বিভিন্ন তথ্য নির্ভর রচনা, গবেষণা ভিত্তিক নিবন্ধ, সাম্প্রতিক ঘটনাবলী, এমনকি বিশ্বজুড়ে খবরের আলোতে থাকা শান্তিনিকেতনের সমসাময়িক চিত্র যথাসম্ভব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই সমস্ত তথ্য নবতরু ই-পত্রিকার মতো সবেমাত্র পথ চলতে শুরু করা ওয়েবভিত্তিক বাংলা মাসিক পত্রিকার পক্ষে যথেষ্ট কি না একথা বলার দায়িত্ব আমি পাঠকের কাছেই দিয়ে গেলাম। তাই পাঠককূলের কাছে আমার আন্তরিক আবেদন, আপনারা পত্রিকা পড়ুন ও মতামত লিখে জানান।
One thought on “সম্পাদকীয়: নভেম্বর ২০২১”