সম্পাদকীয়:বরুণ মুখোপাধ্যায়
এবছর শীতেও ঝমঝমে বৃষ্টির দিন। এমনটা প্রতিবছর দেখা যায় না। নিয়ম করে প্রতি সপ্তাহেই বৃষ্টি। শীতের দাপটও বেশ! এর সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে হলুদ সর্ষেকে ছুঁয়ে। রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা ছেলেপিলের দল চাঁদা আদায়ে এবারেও তৈরি। ওরাই প্রথম জানায় বাগদেবীর আগমন বার্তা। বিদ্যালয়গুলি এখনও খোলেনি তাই ছেলেমেয়েদের মুখ ভার। তারা বড়দের কাছে জানতে চায়—স্কুল খুলবে কবে? আমাদের কাছেও কোনও সদুত্তর নেই। আমরা অনেকেই পিঠে-পুলি খেয়ে চোখে ঠুলি এঁটে বসে আছি শীতঘুমে।

শীতকাল মানেই অলসতা। এখন তো আরও বেশি। ছাত্রছাত্রীদের স্কুল যাওয়ার তাড়া নেই। আসলে সমাজের এরাই তো জীবনীশক্তি, তাই এদের মনে খুশির অভাব হলে তার প্রভাব পড়ে বড়দেরও। মন ভালো রাখতে অনেকেই নানা সৃজনশীল কাজকর্মে ডুবে রয়েছেন; আমরাও তার ব্যতিক্রমী নই। নবতরু ই-পত্রিকা সেই কাজ করে চলেছে নিয়মিতভাবে। এবারের এই ফেব্রুয়ারি সংখ্যায় আছে মন ভালো করা অনেক গল্প। আশাকরি সকলের ভালো লাগবে।