
সবুজের টানে: চাঁদ রায়
সবুজের মুখে অন্য রং লাগিয়ো না পাতার লাবণ্য মেখে নেব সবুজের সমারোহে ঔজ্জ্বল্য মাখতে স্থির অচঞ্চল চক্ষু যুগল। অভিমানে কেন রাঙা হলে অথচ সবুজ ধুতে পারো না। বারে বারে আমার ওই গ্রাম্য মাঠে স্নেহ-বিস্তারিত ক্লান্ত শরীর শুয়ে থাকুক গিরিমাটির শয্যায়। কলমি শুশুনি আর তার মায়ায় চলেই এসো অবিলম্বে সবুজ মাখতে।