Recent Post

সত্যং বদ: নিমাই চন্দ্র মণ্ডল

সত্যং বদ: নিমাই চন্দ্র মণ্ডল

একটি ছেলে স্কুলের মেন গেটের ওপরে উঠেছে। নিচে আরও তিনজন দাঁড়িয়ে আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় হোস্টেলের ছাদে পায়চারি করছেন। তিনি লক্ষ্য করলেন ছেলেটি স্কুলের ভিতরে ঢুকে একে একে বইয়ের ব্যাগগুলো নিয়ে ভিতরে যাচ্ছে। এই ভাবে চারজনের বইগুলো রেখে আবার গেটের মাথার ওপর উঠে বাইরে বেরিয়ে এল। প্রধান শিক্ষক মহাশয় চিন্তা করতে লাগলেন। কিন্তু কাউকে কিছু বললেন না। পরের দিনও ওই একই সময়ে ওই চারজন এসে অনুরূপ ভাবে বই বেঞ্চিতে রেখে আসছিল। তৃতীয় দিনে প্রধান শিক্ষক মহাশয় নিচে নেমে এলেন। যে ছেলেটি গেটের মাথার উপর উঠেছিল তাকে ডেকে নামালেন। বাকি নিচের তিনজন প্রধান শিক্ষককে দেখেই ছুট দিল।

গেটের ভিতরের ছেলেটিকে আর গেটের মাথা পেরিয়ে বাইরে আসতে হল না। প্রধান শিক্ষক মহাশয় গেটের তালা খুলে দিলেন। ছেলেটি অপরাধীর মতো চুপ করে দাঁড়িয়ে না-থেকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, “স্যার, তিন মাইল দূর থেকে জল কাদা ভেঙে স্কুলে আসতে হয়। কোনওদিন প্রথম বেঞ্চিতে বসতে পাই না। এখানকার ছেলেরা সব জায়গা দখল করে বসে। সে জন্য আমরা ভোরে উঠে চারজনে এই গেট পেরিয়ে বই রেখে বেরিয়ে আসি।”

প্রধান শিক্ষক মহাশয় কোনও প্রশ্ন করলেন না। তার স্বীকারোক্তির সত্য-মিথ্যা যাচাই করলেন না। বললেন, “কাল থেকে এসে উপরে উঠে আমার কাছে চাবি নিয়ে, এসে গেট খুলে বই রেখে আমাকে আবার চাবি দিয়ে আসবে।”

Author

  • নিমাই চন্দ্র মণ্ডল

    বর্ষীয়ান লেখক নিমাই চন্দ্র মণ্ডল বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত নূতনগ্রামে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। বাল্যকাল কেটেছে গ্রামেই। গ্রামের নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে প্রাথমিক পাঠ সম্পূর্ণ করার পর খুজুটিপাড়া রাধাগোবিন্দ জিউ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। তারপর বাণিজ্য বিভাগে বীরভূম জেলার সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন। এরপর ১৯৬৯ সাল থেকে গ্রামে স্বপ্রতিষ্ঠিত উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং ২০০৬ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি সাহিত্যচর্চা ছাড়াও ভালোবাসেন বাগান পরিচর্যা করতে; যোগ-ব্যায়াম ও প্রাণায়াম অভ্যাসের দ্বারা শরীরচর্চাও করেন নিয়মিত। ১৯৬৩ সালে স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষে 'কাণ্ডারি বিবেকানন্দ' প্রবন্ধ লিখে প্রথম পুরস্কার লাভ করেন। স্থানীয় পত্রিকায় লেখালেখির চর্চা অনেকদিন ধরে চললেও নাতনির উৎসাহেই নবতরু ই-পত্রিকার মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় পা-রাখা এই প্রথম।

One thought on “সত্যং বদ: নিমাই চন্দ্র মণ্ডল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Nabataru-e-Patrika-July-2022-16.jpg July 1, 2022
অণু গল্প

ভালোবাসা: বসন্ত ঘোষ

    আমি তিনবার জেনেছি। এক, মায়ের কোলে। দুই, পরীক্ষায় প্রথম পাশ করে;আর তি

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-June-2022-13.jpg
    অণু গল্প

    জবাব: নির্মল কুমার দে

      শখ করে বন্ধু রজতের মোটরসাইকেলটি একবার চালিয়েছিল সঞ্জয়। আর গাড়িটা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উলটে গিয়েছিল রাস্তায়।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অণু গল্প

      পারিজাতের গল্প: নবজ্যোতি দাস

        রাস্তার পাশে বাঁ দিকের চায়ের দোকানে চা খেয়ে, বাঁ পকেট থেকে মিডিয়াম স্ট্যান্ডার্ডের গোল্ড ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, লাঞ্চব্রেক, রিং হল না।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন