কবি ও লেখক তীর্থঙ্কর সুমিত ১৯৮৯ সালে ১৭ মে হুগলি জেলার মানকুন্ডুতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। মূলত কবিতা লেখেন। প্রথম প্রকাশিত হয় স্কুল-ম্যাগাজ়িনে স্বাধীনতা সংক্রান্ত কবিতা। বহু পত্রপত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত কাব্যগ্রন্থগুলি হল— পুতুলের সংজ্ঞা(২০১৯),
কথাকলি(২০২০),
অক্ষরে অক্ষরে রাতের গল্প(২০২১),
বিন্দু(২০২১),
অভিসারে তুমি(২০২১),
২৮শে লিমেরিক(২০২১)।
এছাড়া তিনি নিজে একটি পত্রিকা সম্পাদনা করে চলেছেন, সেখানে নতুনদের নিয়ে এগিয়ে চলাই তাঁর মূলমন্ত্র। ইতিমধ্যে তিনি শরৎ স্মৃতি পুরস্কার, বাঘাযতীন সম্মাননা, কাব্যকনিকা রত্ন, কাব্য ভাস্কর-সহ বিভিন্ন পুরস্কার, সম্মান ও উপাধিতে ভূষিত হয়েছেন।