
সকালের রোদ: শক্তিপ্রসাদ ঘোষ
কূয়াশার মধ্যে জেগে ওঠে সকালের রোদ চা পাতার নিরবতা ভাঙে সকালের রোদ শাল বাগানে আলো আঁধারে খেলা চলে কিছুক্ষণ রোদের চিকচিকানির মাঝে চকচক করে আদিবাসী রমণীর হরিণ চোখ প্রকৃতির সাথে মরদের ঘর নেচে উঠে মাদলের তালে তালে রাত জাগা তারাদের ডাকে জেগে উঠে সকাল।