Recent Post

শেষ দান: সৌমেন দাস

শেষ দান: সৌমেন দাস

ছেড়ে যাওয়া ঘাটি, ফেলে আসা হাতিয়ার 
প্রত্নশালার মতোই এখন একা,
ভোরের বাতাসে বারুদের পোড়া ঘ্রাণ 
স্মৃতিপটে আঁকা আঁধারের বিভীষিকা। 

মন ভোলানো নতুন ভোরের ডাক 
সাজানো গোছানো মুক্তির হাতছানি,
গিরিকন্দরে স্বপ্নের ফেরিওয়ালা 
রোজ শোনাতো বুদ্ধ যীশুর বানী। 

তৃষিত পথিক পথ ভোলে বারবার 
সে কি তবে শুধু এক মরীচিকা!
স্বপ্ন বেচে স্বপ্ন ভাঙার খেলা 
উড়িয়ে ধ্বজা লক্ষ্য জয়ের টীকা!

ফিরে ফিরে আসে দুঃস্বপ্নের রাত 
জানি তোমাদের এই কথা আছে জানা,
ওই নীলাকাশ দেখবে আবার চেয়ে 
ক্ষত বিক্ষত মুক্ত পাখির ডানা। 

লড়াইয়ে লড়াইয়ে ক্লান্ত উষর ভূমে 
শুনেছি তোমরা শান্তির কারবারী,
বিদায় বেলায় 'শান্তির' শেষ দান 
দুয়ারে দুয়ারে উদ্ধত তরবারি।

Author

  • সৌমেন দাস

    বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি নিবাসী কবি, ছড়াকার সৌমেন দাস পেশায় শিক্ষক। মূলত ছোটদের জন্য লেখা তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ—ছন্দে গাঁথা অতীত কথা(২০১৮)। এছাড়া প্রকাশিত হয়েছে আরও দুটি কাব্যগ্রন্থ—জীবনের জলছবি(২০১৯) এবং চলো যাই সেই দেশে(২০১৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন