শুভেচ্ছা বার্তা – অভীক ঘোষ, অধ্যাপক, বিশ্বভারতী
বরুণ মুখোপাধ্যায়
স্নেহভাজনেসু
তোর ‘নবতরু’ পরিকল্পনা জেনে আনন্দ পেলাম।
রবীন্দ্রনাথ মনে করতেন, সৃষ্টিকর্তার পরিচয় পাই তাঁর এই বিশ্বসৃষ্টিতে, যেখানে তিনি প্রকাশিত। মানুষের প্রতিও ঈশ্বরের একটিই নির্দেশ, প্রকাশিত হও।

রবীন্দ্রনাথের ইস্কুলে এই প্রকাশের নানান চর্চা, তার মধ্যে গুরুত্বপূর্ণ হল সাহিত্যসভা এবং পত্রিকা। ছেলেমেয়েরা সকলের সামনে নিজের অনুভূতি প্রকাশ করে ছন্দে, গদ্যে, সুরে, নিজের ভাষায়। ভাষাই তো অন্যান্য প্রাণীদের থেকে মানুষকে প্রকাশের শ্রেয়তর অধিকার দেয়। তোর সেই সাহিত্যসভা আয়োজনের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে।
এখন অস্বাভাবিক একটা পরিস্থিতিতে সশরীরে সভায় উপস্থিত থাকা যখন সম্ভব হচ্ছে না, তখন দূরে দূরে থেকেও মনে মনে একে অন্যের প্রকাশের আনন্দ ভাগ করে নেবার নানান প্রয়াস মানুষকে করতেই হবে, সেটা অত্যন্ত স্বাভাবিক। তোর প্রয়াস আনন্দময় হোক। আন্তরিক শুভকামনা জানিয়ে রাখলাম।