শুভেচ্ছাবার্তা – রমেশচন্দ্র সাঁতরা

ভাই বরুণ,
তোমার সম্পাদনায় “নবতরু” প্রকাশিত হয়েছে জেনে খুশি হলাম। যে নবতরু আজ তোমরা রোপণ করলে সেই তরু একদিন শাখা-প্রশাখায় ফুলে-ফলে পল্লবিত হোক। গ্রাম-বাংলার সাহিত্য প্রতিভা এই নবতরুর মধ্য দিয়ে বিকশিত হোক। পল্লীকবি-সাহিত্যিক যাঁরা রয়েছেন হাতের কাছে নবতরুকে পেয়ে আপনাদের লেখা নিয়মিত দিতে থাকুন। যাঁরা লিখতে ভালোবাসেন তাঁদের লেখাগুলি নবতরুতে নিয়মিত প্রকাশিত হতে থাকুক। আর যাঁরা নতুন কবি-সাহিত্যিকদের লেখা পড়তে চান বা যেসব মানুষজন পড়তে ভালোবাসেন তাঁরাও নিয়মিত নবতরু পড়তে থাকুন। তাহলেই সকলের প্রচেষ্টায় ও পরিচর্যায় নবতরু একদিন মহীরুহে পরিণত হবেই আশা রাখছি। নবতরুর সকল কর্মকর্তা ও কলাকুশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ইতি- রমেশচন্দ্র সাঁতরা
শান্তিনিকেতন
05/11/2020
অনেক অনেক ভালো লাগলো এই শুভেচ্ছা বার্তা পড়ে। সম্পাদক মশাই আপনি এগিয়ে চলুন। সঙ্গে আমরা সবাই আছি।