Recent Post

শুভেচ্ছাবার্তা

শুভেচ্ছাবার্তা – রমেশচন্দ্র সাঁতরা

   ভাই বরুণ,

      তোমার সম্পাদনায় “নবতরু” প্রকাশিত হয়েছে জেনে খুশি হলাম। যে নবতরু আজ তোমরা রোপণ করলে সেই তরু একদিন শাখা-প্রশাখায় ফুলে-ফলে পল্লবিত হোক। গ্রাম-বাংলার সাহিত্য প্রতিভা এই নবতরুর মধ্য দিয়ে বিকশিত হোক। পল্লীকবি-সাহিত্যিক যাঁরা রয়েছেন হাতের কাছে নবতরুকে পেয়ে আপনাদের লেখা নিয়মিত দিতে থাকুন। যাঁরা লিখতে ভালোবাসেন তাঁদের লেখাগুলি নবতরুতে নিয়মিত প্রকাশিত হতে থাকুক। আর যাঁরা নতুন কবি-সাহিত্যিকদের লেখা পড়তে চান বা যেসব মানুষজন পড়তে ভালোবাসেন তাঁরাও নিয়মিত নবতরু পড়তে থাকুন। তাহলেই সকলের প্রচেষ্টায় ও পরিচর্যায় নবতরু একদিন মহীরুহে পরিণত হবেই আশা রাখছি। নবতরুর সকল কর্মকর্তা ও কলাকুশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

                                                                             ইতি-                                                  রমেশচন্দ্র সাঁতরা 

শান্তিনিকেতন

05/11/2020

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

One thought on “শুভেচ্ছাবার্তা”

  1. অনেক অনেক ভালো লাগলো এই শুভেচ্ছা বার্তা পড়ে। সম্পাদক মশাই আপনি এগিয়ে চলুন। সঙ্গে আমরা সবাই আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কেরিয়ার-গাইড-৩য়-পর্ব-Nabataru-e-patrika
বিবিধ ২০২১ সেপ্টেম্বর

কেরিয়ার গাইড (৩য় পর্ব):অংশুমান বন্দ্যোপাধ্যায়

    মানবসম্পদ, যেকোনো কোম্পানি বা অর্গানাইজ়েশনের প্রধান সম্পদ। উদাহরনস্বরূপ বলা যায় টাটা মোটরস কোম্পানির কর্মীসংখ্যা হল আশি হাজারের বেশি। এবার এই যে বিশাল সংখ্যক কর্মী, এদের সমস্ত চাওয়া-পাওয়া, কোম্পানিতে ঢোকা-বেরোনো, তাঁদের হিসাব নিকাশ কারা করেন

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    সম্পাদকীয় ২০২১ সেপ্টেম্বর

    সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

      বর্তমান সময়ের প্রেক্ষাপটে সর্বাপেক্ষা আলোচিত বিষয়গুলির মধ্যে অবশ্যই টোকিও অলিম্পিক্স, অশান্ত আফগানিস্তান এবং অতিমারিজনিত টালমাটাল পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দের দিকে অগ্রসরের চেষ্টা

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন