
শুধু তুমি: ঈশিতা পাল
তুমি অমন করে তাকিও না, আমার সময় থমকে যাবে— তুমি চোখের পলক ফেলো না, হৃদস্পন্দন থেমে যাবে। তুমি ফিরে এসো বারবার, আমি অপেক্ষায় থাকব— তোমার স্মৃতির অনুরাগে, হৃদয়ে প্রেমের ছবি আঁকব।
তুমি অমন করে তাকিও না, আমার সময় থমকে যাবে— তুমি চোখের পলক ফেলো না, হৃদস্পন্দন থেমে যাবে। তুমি ফিরে এসো বারবার, আমি অপেক্ষায় থাকব— তোমার স্মৃতির অনুরাগে, হৃদয়ে প্রেমের ছবি আঁকব।
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,