Recent Post

শীতের পরশ

শীতের পরশ – চন্দন মুখার্জ্জী

  উত্তরের হাওয়ার টানে,
         প্রকৃতি যখন স্নিগ্ধ,
       শীত এসে হাজির হয়,
          জাগে মনে আনন্দ।
      
      হিমেল হাওয়া বয়ে চলে,
          প্রকৃতিরই মাঝে,
         শরীর মন শান্ত হয়,
           ধরিত্রীর কাছে।
    
     ধরা সাজে নানান ফুলে,
        হরেক রকম বাহার,
    পিঠে -পুলি নলেন গুড়ের,
          পার্বণের সমাহার।
     
     স্নিগ্ধ কোমল প্রকৃতির,
      রূপটি মোরা চিনি,
   রূপের ডালি সাজিয়ে তাই,
         শীতের হাতছানি।
     
      সময়ের এই ধারাপাতে,
          চলে যাবে সেও,
     তবু আশা ফিরে পাবার,
         জাগে মনে ঢেউ।

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

4 thoughts on “শীতের পরশ

  1. দেখুন শীতের পরশ সুন্দর,এর সঙ্গে নলেন গুড়,বাহারে ফুল,প্রকৃতি সব সুন্দর।কবিতাও সুন্দর।

  2. কবিতাটা পড়তে পড়তে যেন প্রকৃতির সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে গেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন