Recent Post

শীতের দিনে: খাইরুল আনাম

শীতের দিনে: খাইরুল আনাম

শীতের দিনে: খাইরুল আনাম

অবাধ ঝরে হিমের গুঁড়ি
আসছে ধেয়ে শীতের বুড়ি
গাইছে খুশির গান, 
শিশির ধোওয়া সবুজ ঘাসে
ঝলমলে রোদ মিষ্টি হাসে
জুড়ায় হৃদয় প্রাণ। 

গরম জামা লেপের আয়েস
পিঠেপুলি মিষ্টি পায়েস
নলেন গুড়ের ঘ্রাণ, 
ময়ূরাক্ষী নদীর বাঁকে
চড়ুইভাতির আকুল ডাকে
মন করে আনচান। 

খুশির জোয়ার চাষির প্রাণে
মাঠ ভরেছে সোনার ধানে
সবুজ সবজি শাক, 
কলরবে আকাশ ভরে
আসছে দিঘি সরোবরে
অতিথ পাখির ঝাঁক।

Author

  • খাইরুল আনাম

    নবতরু ই-পত্রিকার লেখক তথা ছড়াকার খাইরুল আনাম-এর জন্ম ১৯৭৬ সালে। বীরভূম জেলার ময়ূরেশ্বরের বাসিন্দা খাইরুল আনাম দীর্ঘদিন ধরেই সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত। খুব ছোটো বেলা থেকে সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত। আবৃত্তি ও অভিনয়ের প্রতি ছিল প্রচন্ড ঝোঁক। মাত্র সাত বছর বয়সে প্রথম সাঁই সিরাজ (লালন ফকির) যাত্রায় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু। তার পর থেকে আরো অনেক যাত্রা ও নাটকে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। বাবা আব্দুল মাবুদ সাহেব ছিলেন স্বনামধন্য শিক্ষক, দক্ষ অভিনেতা ও নির্দেশক। তাঁর হাত ধরেই সংস্কৃতি জগতে প্রবেশ। আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতিতে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছেন ও স্বীকৃতি লাভ করেছেন। পরবর্তীতে তাঁর নাটকের দিকে আগ্রহ বাড়ে। মঞ্চ এবং পথে(পথ নাটিকা) বহু নাটকে অভিনয় করেছেন তিনি। সাক্ষরতা আন্দোলনে তাঁর মঞ্চাভিনয় ও পথ-নাটিকা এলাকায় যথেষ্ট সাড়া ফেলছিল। সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ পেশায় শিক্ষক আনাম সাহেব করোনাকালেই লিখে ফেলেছেন বহু কবিতা ও ছড়া, যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
কবিতা / ছড়া

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

    বারবার আমিও ফিরে আসি
    পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
    দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

      শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
      শৈশব মাখা স্মৃতিতে।
      ভাবনার মেঘে রংধনু আঁকা
      বকের পাখায় লাগে তাই
      ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

        থমকে দাঁড়িয়ে আছি
        ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন