Recent Post

শীতের আনন্দ: অজিত কুমার জানা

শীতের আনন্দ: অজিত কুমার জানা
শীতের আনন্দ: অজিত কুমার জানা

শীতের আনন্দ: অজিত কুমার জানা

হিমের বাতাস, শীতের রোদ
      কইছে কথা হেসে,
শীত পড়ছে চুপি চুপি
        শরীর মনে মিশে।

শীতের দোলায় দুলছে সব
       করছে ভারি আনন্দ, 
ভরে ভরে উঠছে বাতাস 
        খেজুর গুড়ের গন্ধ।

শাল সোয়েটার টুপি মোজা
      শীতের দিনের সাথি,
হাট বাজার উঠছে মেতে
       সঙ্গে আনাজ পাতি।

সরু চাকলি গুড় পিঠে তাই
     গরম কড়ায় ভেসে,
খুশির খবর দিচ্ছে মোদের 
       মিষ্টি হেসে হেসে।

Author

  • অজিত কুমার জানা

    কবি ও গল্পকার অজিত কুমার জানা হাওড়া জেলার শ্যামপুর থানার কোটরা গ্রামে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। জেলার রাধাপুর হাইস্কুল ও শ্যামপুর হাইস্কুল থেকে পড়াশোনা সম্পূর্ণ করে শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মশরালী কনভার্টেড জুনিয়র বেসিক স্কুল থেকে প্রধান শিক্ষক হিসাবে অবসর গ্রহণের পর ব্যস্ত থাকেন কবিতা ও গল্প লেখায়। বই পড়তেও ভালোবাসেন তিনি। দশ বৎসর বয়স থেকেই লেখালেখির চর্চা শুরু হয়। বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে। পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার। তাঁর প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৪৫, মৌলিক নাটক একটি ও যৌথকাব্য সংকলন ২০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন