জ্ঞানের আলোয় আপন করে
চোখের দৃষ্টি নতুন ভরে
আনলে তুমি গুরু,
আঙুল ধরে লেখা টেনে
শব্দের ভান্ডার আজকে জেনে
শেখার হলো শুরু।
বাবা মায়ের স্থানের পরে
করলে ঋণী আমার তরে
ভালোবাসা দিয়ে,
সারাজীবন সেই যে জ্ঞানে
ভালো কাজে সবাই মানে
নতুন জীবন নিয়ে।
চলার পথে সদা শক্তি
তোমায় করি যত ভক্তি
তোমার জ্ঞানে চলি,
ভগবান যে হবে খুশি
মনের মাঝে শ্রদ্ধা পুষি
সত্য পথে চলি।
তরুণ প্রজন্মের কবি ও গল্পকার নির্মল কুমার দে অধুনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ঘোড়ানাশ গ্রামে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। গণিতে স্নাতক, বর্তমানে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। ছোট থেকেই লেখালেখির প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষণ। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অনলাইন ম্যাগাজ়িনে তাঁর লেখা মজার ছড়া, কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে।