Recent Post

শিক্ষা গুরু: নির্মল কুমার দে

শিক্ষা গুরু: নির্মল কুমার দে

শিক্ষা গুরু: নির্মল কুমার দে

জ্ঞানের আলোয় আপন করে
চোখের দৃষ্টি নতুন ভরে
আনলে তুমি গুরু,
আঙুল ধরে লেখা টেনে
শব্দের ভান্ডার আজকে জেনে
শেখার হলো শুরু।

বাবা মায়ের স্থানের পরে
করলে ঋণী আমার তরে
ভালোবাসা দিয়ে,
সারাজীবন সেই যে জ্ঞানে
ভালো কাজে সবাই মানে
নতুন জীবন নিয়ে।

চলার পথে সদা শক্তি
তোমায় করি যত ভক্তি
তোমার জ্ঞানে চলি,
ভগবান যে হবে খুশি
মনের মাঝে শ্রদ্ধা পুষি
সত্য পথে চলি।

Author

  • নির্মল কুমার দে

    তরুণ প্রজন্মের কবি ও গল্পকার নির্মল কুমার দে অধুনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ঘোড়ানাশ গ্রামে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। গণিতে স্নাতক, বর্তমানে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। ছোট থেকেই লেখালেখির প্রতি ছিল তাঁর প্রবল আকর্ষণ। ভারত ও বাংলাদেশের বিভিন্ন অনলাইন ম‍্যাগাজ়িনে তাঁর লেখা মজার ছড়া, কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন