Recent Post

শিক্ষাগুরু: ময়ূরাক্ষী বসু

শিক্ষাগুরু: ময়ূরাক্ষী বসু

শিক্ষাগুরু: ময়ূরাক্ষী বসু

তপ্ত হৃদয়ে ভোরের শান্তি প্রণাম শিক্ষাগুরু,
হাজারো ভুলের পরেও প্রাপ্তি জীবনবোধের শুরু।
আলো আধারের কূহকজালে দিন গুনছি রোজ,
মেঘ পেরিয়ে ঈশান কোণে ভরা বৃষ্টির খোঁজ।
শিক্ষাগুরুর চরণ তলে আশীর্বাদের ঢেউ,
ধূসর ছবির অন্তরালে রঙিন হবে কেউ।
বইয়ের পাতায় শাখায় শাখায় শব্দের স্রোতে ভেসে,
শিখতে জানতে পৌঁছে যাবো অচিনপুরের শেষে।
জ্ঞানের ছোঁয়ায় সুপ্ত কুড়ির ঘুম ভাঙ্গবে যেই,
শিক্ষাগুরুর স্পর্শ পেয়ে ধন্য হবে সেই।
বাতিল ট্রেনের শেষ কামরায় অভিজ্ঞতার পাঠ,
রোজনামচার ক্লান্তি শেষে শিক্ষাগুরুর ডাক।
সব ছাড়িয়ে হাত বাড়িয়ে আশ্বাসের ধ্বনি,
নরম আলোয় চোখ ভেজাবে মূল্যবোধের বাণী।।

Author

  • ময়ূরাক্ষী বসু

    লেখিকা ময়ূরাক্ষী বসু ১৯৯১ সালে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে বেলঘরিয়া নিবাসী অধ্যাপিকা ময়ূরাক্ষী বসু সাহিত্য রচনার পাশাপাশি ব্যস্ত থাকেন গবেষণামূলক রচনায়। লেখালেখি ছাড়াও বাগান তৈরি ও পর্বতারোহণেও আগ্রহ আছে তাঁর, এছাড়াও পরিবেশ রক্ষা ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে সচেতনতা প্রসারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন