লেখিকা ময়ূরাক্ষী বসু ১৯৯১ সালে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে বেলঘরিয়া নিবাসী অধ্যাপিকা ময়ূরাক্ষী বসু সাহিত্য রচনার পাশাপাশি ব্যস্ত থাকেন গবেষণামূলক রচনায়। লেখালেখি ছাড়াও বাগান তৈরি ও পর্বতারোহণেও আগ্রহ আছে তাঁর, এছাড়াও পরিবেশ রক্ষা ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে সচেতনতা প্রসারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।