Recent Post

শিক্ষক মানে: মৌসম সামন্ত (অসুর)

শিক্ষক মানে: মৌসম সামন্ত (অসুর)

শিক্ষক মানে: মৌসম সামন্ত (অসুর)

শিক্ষক মানে চেতনা জুগিয়ে আলোয় ফেরার চোখ
মন থেকে যতো মুছে দিয়ে গ্লানি সকল দুঃখ শোক
আকাশের গিয়ে রৌদ্র রঙের একরাশ সম্মান
ভোরের আলোতে সুমধুর সুরে পাখিদের কলতান!

শিক্ষক মানে ভয় দূরে ঠেলে সাহস ভরার বুক
পূর্ব গগনে সূর্য-আলোর  ফুটফুটে হাসিমুখ,
রাতের আকাশে জোৎস্না ছড়ানো আলোভরা চারপাশ;
ভোরের আলোয় রঙবেরঙের ফুলফোটা একরাশ!

শিক্ষক মানে ভরসা পাবার মাথায় স্নেহের হাত
ভয় মাখা রাত কাটিয়ে আলোর উজ্জ্বল সাক্ষাৎ
যতো ভয় ঠেলে এগিয়ে যাওয়ার অঢেল সাহসী মন,
সুস্থ চিন্তা-চেতনা জাগানো জ্ঞানের উন্মোচন!

শিক্ষক মানে নীরব নদীতে তীব্র স্রোতের আশা
আঁধার ঘরের দুয়ারে অবাধ আলোকের ভালোবাসা
মানুষের মতো মানুষ হওয়ার জন্যে চিনিয়ে পথ,
সবার জীবনে গড়ে দেওয়া জানি বাঁচার ভবিষ্যৎ!!

Author

  • মৌসম সামন্ত

    তরুণ উঠতি প্রজন্মে লেখনীর হাত ধরে উঠতে থাকা লেখক মৌসম সামন্তের জন্ম ২০০৪ সালে। কলকাতায় শিয়ালদহ বউবাজার অধিকৃত অঞ্চলে তার বড়ো হয়ে ওঠা। ছাত্র হিসেবে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং হিন্দু স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন। ভবিষ্যতে এখন তিনি সোদপুরের গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি নামক কলেজে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন। লেখালিখি হিসেবে কবিতা,গল্প দুটোই লেখেন। লেখালিখি নিয়ে তাঁর চর্চা শুরু হয় ২০১৮ সাল থেকে। লেখালিখি,পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা হিসেবে কোচিং-ও করান। এছাড়া তিনি একজন ভয়েস আর্টিস্ট। বিভিন্ন অডিওস্টোরিতে নিজের ভয়েস দিয়েছেন,আবার দিচ্ছেন-ও। এছাড়াও তাঁর অনেক গল্প অডিওস্টোরিতে রুপান্তরিত হয়েছে। তার লেখা প্রথম উপন্যাস "The case of Matchbox" থেকেই তার উপন্যাস লেখা শুরু। ইতিমধ্যে তিনি "কবি সম্মাননা", "Felling Agile Awards", "নাট্য উৎসব সম্মাননা", "কাব্যকুসুম সম্মাননা ২০২২", "কলরব স্মৃতি স্মারক", "শব্দের কথপোকথন সম্মাননা", "সাহিত্য বিতান সম্মাননা ২০২২" পেয়েছেন। নবীন হিসেবে লেখালেখির জগতে আরও অনেককিছু শিখতে, জানতে তিনি বিশেষভাবে আগ্ৰহী। ভবিষ্যতে তিনি তাঁর নিজের লেখা আরও প্রসারিত করে সাহিত্যের জগতে স্মরণীয় করে রাখার প্রচেষ্টায় আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন